প্রধানমন্ত্রী দেশের জন্য সম্মানহানিকর চুক্তি করবেন না: এরশাদ

0
287

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশের জন্য সম্মানহানিকর কোনো চুক্তি করবেন না বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার দুপুরে মাদারীপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।এরশাদ বলেন, ভারতের সঙ্গে কী চুক্তি হচ্ছে তা এখনো আমি জানি না। চুক্তি করার পরে জানবো আমরা। তবে উনি (প্রধানমন্ত্রী) এমন কিছু করবেন না, যাতে আমাদের সম্মান ক্ষুণ্ণ হয়।তিনি বঙ্গবন্ধু কন্যা,তিনি এমন কোনো চুক্তি করবেন না যা দেশের জন্য সম্মানহানিকর।’সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম। তবে এতে মানুষের ভালোবাসা থেকে নিঃস্ব হইনি। আমরা অন্য কোনো দলে জড়াতে চাই না। আমরা চাই, আওয়ামী লীগ আর আমরা-দুদল মিলে দেশ চালাবো। তাতে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে ভালোবাসা এবং দেশ এগিয়ে যাবে উন্নতির দিকে।আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আমরা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা আপাতত এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জোট গঠন করছি, দলকে শক্তিশালী করছি। তারপর দেখা যাক কী হয়।
নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমির সহ-সভাপতি বিশ্বজিৎ পুইস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেব, হাসপাতালের প্রতিষ্ঠাতা নকুল কুমার বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ।পরে তিনি পূর্ব কলাগাছিয়া সুরেন্দ্রনাথ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নকুল কুমার সাহিত্য সঙ্গীত একাডেমির উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here