অপারেশন ম্যাক্সিমাস: তিন জঙ্গি নিহত

0
253

মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। অভিযানে তিন জঙ্গি নিহত হওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে একজন নারী, আরেকজন সিলেটের আতিয়া মহলের বাইরে বোমা হামলার সঙ্গে জড়িত। শনিবার বেলা সোয়া ১১টার দিকে বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করে ভেতরে থাকা বিস্ফোরক নিস্ক্রিয় করার কাজ শেষের মাধ্যমে অভিযানের সমাপ্তি টানা হয়।

এরপর দুপুর ১২টার দিকে বড়হাটের অপারেশনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তুলে ধরেন কাউন্টার টেরোরিজম এণ্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, বৈরী আবহাওয়া, জঙ্গিদের দক্ষতা সবকিছু মিলিয়ে এই অভিযান বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ ছিলো। স্থানীয় বাসিন্দা ও অভিযানে অংশ নেয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের সবার নিরাপত্তার স্বার্থে একটু সময় নিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার করে এটি নিশ্চিত হয়েছি যে, মৌলভীবাজারের এই জঙ্গিরা সিলেটের আতিয়া মহলের বাইরের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে আবার এখানে ফিরে আসে।

তিনি আরো বলেন, আমরা জঙ্গিদের জীবিত উদ্ধারের চেষ্টা করেছি। সে জন্য আত্মসমপর্ণের জন্য তাদেরকে বার বার অনুরোধও করা হয়েছে। কিন্তু তারা আত্মসমপর্ণ না করে অভিযানে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ও হামবোমা মেরেছে। এরপর যখন পালানোর কোনো উপায় না পেয়ে আত্মহননের পথ বেঁছে নিয়েছে। সিলেট ও মৌলভীবাজারের এই অভিযান দেশের জঙ্গিবাদ বিরোধী অভিযানের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

বাড়িওয়ালাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে মনিরুল ইসলাম বলেন, ভাড়াটেদের সম্পূর্ণ তথ্য রাখতে হবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলেও এ কাজটি করা দরকার। আপনারা যদি সতর্ক হন এবং সবাই যদি এগিয়ে আসে তাহলে আমরা ধর্মবিরোধী এই জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করতে পারবো। অভিযান সফল হওয়ায় পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানসহ সেখানে অংশ নেয়া অন্য সংস্থার সদস্যদের ধন্যবান জানান তিনি।

এর আগে স্থগিত থাকার প্রায় ১৪ ঘণ্টা পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও শুরু হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। মৌলভীবাজার জেলার বড়হাটের তিনতলা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর শুক্রবার সকাল পৌনে ১০টায় এই অভিযান শুরু হয়। তবে আলোর স্বল্পতায় রাতে তা স্থগিত করা হয়। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করে পুলিশের বিশেষ ইউনিট সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান শুরুর পর এখন থেমে গুলির শব্দ শোনা যায়। শুক্রবার অভিযান শুরু হবার পর সেখান থেকে দিনভর গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রচণ্ড বৃষ্টির শুরু হওয়ায় অভিযান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অভিযানে আহত হন এক পুলিশ সদস্য। এর আগের দিন বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হওয়ার পর ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন লাশ উদ্ধারের খবর জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here