যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটাই হবে দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক।হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ফ্লোরিডায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রীকে বৃহস্পতিবার ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন।দক্ষিণ চীন সাগর, তাইওয়ান, উত্তর কোরিয়া এবং বিশ্বব্যাপী বানিজ্যে আধিপত্য নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।যা নিয়ে নিয়মিতই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কে টানাপড়েনের সৃষ্টি হয়।দুই নেতার মধ্যে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি।তবে মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, দুই দেশের পারস্পরিক বানিজ্য সুবিধার বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।
এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র সিয়ান স্পিচার বলেন, এই বৈঠক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট শির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হবে।তিনি (ট্রাম্প) ফোনে তার সঙ্গে অল্প কিছুক্ষণ কথা বলেছেন, আমাদের অনেক বড় বড় সমস্যা রয়েছে। দক্ষিণ চীন সাগর, বানিজ্য, উত্তর কোরিয়াৃসবকিছুই। জাতীয় এবং অর্থনৈতিক নিরাপত্তা নিয়েও গুরুতর কিছু সমস্যা আছে, যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।দুই নেতার বৈঠকের বিষয়ে ট্রাম্পের টুইট, চীনের সঙ্গে আগামী সপ্তাহের বৈঠক খুবই কঠিনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে।