কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতাকে হত্যার প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অর্ধদিবস হরতাল ডেকেছে সংগঠনটির মহানগর কমিটি।শুক্রবার দুপুরে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নুরুল আলম নুরুর জানাজা শেষে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদত হোসেন হরতালের এ ঘোষণা দেন।বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলার বাগোয়ান এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে হাত-মুখ বাঁধা অবস্থায় নুরুর লাশ পাওয়ার কথা জানায় পুলিশ।
বিএনপি নেতা শাহাদত বলেন, ছাত্রদল এই হরতাল ডাকলেও বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এতে সমর্থন দেবে।তিনি জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও জেলা এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় এই হরতাল হবে।নুরুল আলম নুরু কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন।তার বাসা চট্টগ্রাম নগরীর চন্দনপুরায়। বুধবার রাত ১২টার দিকে পুলিশ পরিচয়ে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল বলে স্বজনদের ভাষ্য। বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, পুলিশই ধরে নিয়ে নুরুকে হত্যা করেছে।নুরুর ভাগ্নে রাশেদুল ইসলাম বৃহস্পতিবার বলেন, রাত ১২টার দিকে ছয়-সাতজন সাধারণ পোশাকে এবং দুই-তিনজন ইউনিফর্মধারী পুলিশ এসে উনাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।যারা ধরে নিয়েছিল, তারা কোনো কথা বলেননি বলে জানান রাশেদ।সাদা পোশাকে থাকা এসআই পদবীর একজন পুলিশ সদস্যকে চিনতে পেরেছেন বলেও রাশেদের দাবি।