কুমিল্লার জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি

0
0

কুমিল্লায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় কাউকে পাওয়া যায়নি। তবে অভিযান এখনো চলছে।বোমা নিষ্ক্রিয়কারী দল এখন সেখানে কাজ করছে।চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম জানান, সন্দেহভাজন ওই আস্তানায় কোনো জঙ্গিকে পাওয়া না গেলেও কয়েকটি বোমা পাওয়া গেছে।সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে। আজ সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে (এসপি অফিসে) অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শফিকুল ইসলাম জানান, তাঁদের কাছে তথ্য ছিল, ওই আস্তানায় দুটি সুইসাইডাল ভেস্ট এবং অন্তত ছয়টি বোমা ছিল। সুইসাইডাল ভেস্ট দুটি জঙ্গিরা নিয়ে গেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।কুমিল্লায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ চলাকালে অশুক্রবার দুপুর সাড়ে ১২টার একটু পর দুই দফায় একটানা গুলির শব্দ শোনা গেছে। এরপর থেকে আর কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে বেলা ১১টার পর দুই দফা গুলির শব্দ শোনা যায়। তবে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই তিনতলা বাড়ির ভেতরে বোমা থাকতে পারে- এমন ধারণা থেকে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।

দুদিন আগে ওই বাড়ি ঘিরে ফেলার পর শুক্রবার বেলা ১১টার দিকে সোয়াট ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা শুরু করেন চূড়ান্ত অভিযান, যার নাম দেওয়া হয় ‘অপারেশন স্ট্রাইক আউট’।এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ডিআইজি শফিকুল ইসলাম বলেন, ওই বাড়িতে দুজন থাকতেন এবং তাদের মধ্যে একজন ঘেরাও করার সময় ভেতরে ছিলেন বলে বাড়িওয়ালার কাছে জেনেছিল পুলিশ।কিন্তু অভিযান চালিয়ে ভেতরে কাউকে পাওয়া যায়নি। কোনো প্রতিরোধের মুখেও পড়তে হয়নি।শফিকুল ইসলাম জানান, ওই বাড়িতে একটি ব্যাগে অন্তত ছয়টি বোমা এবং দুটি সুইসাইড ভেস্ট আছে বলে অভিযানের আগে তথ্য পেয়েছিলেন তারা। এখন সেগুলো খুঁজে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here