দেশের ইতিহাসের সর্ববৃহৎ আন্তর্জাতিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন ও বর্ণিল আয়োজনসহ সব প্রস্তুতিই নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনে করেন, আয়োজক দেশ হিসেবে এই সম্মেলন বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে।বৃহস্পতিবার (স্পিকারের সংসদ কার্যালয়ে তিনি বলেন, কোন কিছুতেই বাংলাদেশকে দমিয়ে রাখা যায় না। এবারের আইপিইউ সম্মেলন সেটাই প্রমাণ করবে।
স্পিকার বলেন, আইপিইউ সম্মেলনকে কেন্দ্র করে বেশ আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের অতিথিরা আসা শুরু করে দিয়েছেন। ৩১ মার্চের মধ্যেই অধিকাংশ অতিথি আসবেন।শিরীন শারমিন চৌধুরী বলেন, এতো বড় একটি আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশের আত্মমর্যাদা, ভাবমূর্তি অনেক উচ্চতায় নিয়ে যাবে। এটা আমাদের দেশের গর্ব। কাজেই কেউ চায় না কোন কিছুতে এই সম্মেলন বিঘিœত হোক।নিরাপত্তা ইস্যুতে কোনো দেশ আসছে না এমন কোন তথ্য তার কাছে নেই জানিয়ে স্পিকার বলেন, কোন সম্মেলনেই সব দেশ অংশ নেয় না। কাজেই দু’চারটি দেশ না এলেও সম্মেলন হবে।আর মাত্র একদিন বাদেই ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন হতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করবেন। নৌকার উপর স্টেজ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এছাড়া অতিথিদের বসার জন্যও ছোট ছোট নৌকা সাজিয়ে রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বিশ্ব পরিমন্ডলে তুলে ধরা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই সম্মেলনকে ঘিরে বিআইসিসি সংলগ্ন বাণিজ্য মেলার মাঠে দেশীয় পণ্য প্রদর্শন ও বিপণনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আইপিইউ মেলা আয়োজন করা হয়েছে। এতে পর্যটন বিষয়ক এবং সরকারের উন্নয়নমূলক কাজের নমুনাও তুলে ধরা হবে।আইপিইউ সম্মেলনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় সংসদ এবং সোনারগাঁও হোটেল পর্যন্ত রাস্তা বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাস্তাগুলোতে লাইটিং এর মাধ্যমে নৌকা তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে হেড অব ডেলিগেশন করে ১৭ সদস্যের একটি পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়েছে।নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে বাংলাদেশে আসতে অসম্মতি জানিয়েছে আইপিইউ সদস্যভুক্ত ৫ দেশ। এসব দেশ হলো- অস্ট্রেলিয়া, পেরু, গিনি, মালদোভা ও ত্রিনিদাদ। আর পাকিস্তান আসবে না বলে জানিয়ে দিয়েছে আগেই।
আইপিইউ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থার এ সমাবেশ সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর আট হাজার সদস্য নিয়োজিত থাকবেন। ১৩১টি দেশের ১৫৮০ জন বিদেশি অতিথি সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে ১১০ জন আইপিইউ স্টাফ, ৮২ জন স্পাউস। থাকছেন ৪৮ জন স্পিকার ও ২৯ জন ডেপুটি স্পিকার। তাদের থাকার জন্য রাজধানীর ১৫টি হোটেল প্রস্তুত। এরই মধ্যে কয়েকটি দেশের সদস্য ঢাকায় এসে পৌঁছেছেন। সম্মেলন উপলক্ষে জাতীয় সংসদ ভবনসহ সংসদ এলাকায় চোখ ধাঁধানো আলোকসজ্জা ছাড়াও বাংলার চিরায়ত রূপ তুলে ধরা হবে। থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি। সেইসঙ্গে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনা ফুটিয়ে তোলা হবে লেজার শো’র মাধ্যমে।এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য হলো, সমাজের বৈষম্য নিরসনের মাধ্যমে সবার মর্যাদা ও মঙ্গল সাধন। অনুষ্ঠান আকর্ষণীয় করে তুলতে এরই মধ্যে সংসদের ভেতরের রাস্তায় স্থাপিত হয়েছে নানা রঙের মরিচবাতি শোভিত বৃক্ষ। উদ্বোধনের আগে প্রতিরাতেই এখন মহড়া চলছে।
২০১৪ সালের ১৬ অক্টোবর আইপিইউ এর ১৩১তম অ্যাসেম্বলিতে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম আইপিইউ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী বর্তমানে আইপিইউ-এর হিউম্যান রাইটস কমিটি অব পার্লামেন্টারিয়ান্স এর সদস্য। আইপিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। স্বাধীন ও সার্বভৌম পার্লামেন্ট এ সংস্থার সদস্য হতে পারে। বর্তমানে আইপিইউভুক্ত সদস্য সংখ্যা ১৭০টি এবং সহযোগী সদস্য সংখ্যা ১১টি। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ এর সদস্যপদ লাভ করে। এদিকে, ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।বাড়তি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দরে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। যাত্রীদের সাথে আসা আতœীয়-স্বজন কিংবা দর্শনার্থীদের ভেতরে ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১ থেকে ৫ এপ্রিল অনুষ্ঠেয় এ সম্মেলন ঘিরে ঢাকায় আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি।জানা গেছে,আগামী ১এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ১৩৬তম আইপিইউ সম্মেলনের উদ্বোধন করবেন।আয়োজক দেশ হিসেবে সম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসসানুল গনি চৌধুরী বাসসকে জানান, ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে কয়েকগুণ বাড়ানো হয়েছে। আইপিইউ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিথিরা নিরাপদে ফিরে যাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর এএসপি (মিডিয়া) তারেক আহমেদ সিদ্দিক বাসসকে জানান, আইপিইউ’র ১৩৬তম সম্মেলনের বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।তিনি আরো বলেন,তিন শিফটে বিমানবন্দরে ১২শ’ ফোর্স দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।