মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানার ভেতরে ৭/৮ জনের ছিন্ন-ভিন্ন লাশ দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বৈরী আবহাওয়ার কারণে অভিযান একটু দেরিতে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, সোয়াট সদস্যদের আক্রমণে পালানোর পথ খুঁজে না পেয়ে ভেতরে থাকা ৭/৮ জন জঙ্গির সবাই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে। সবার মৃতদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় থাকায় নির্দিষ্ট করে নিহতের সংখ্যাও বলা যাচ্ছে না, শরীরের ছিন্ন-ভিন্ন অংশ দেখে ধারণা করা হচ্ছে এদের মধ্যে নারী, পুরুষ ও অপরিণত বয়স্কও থাকতে পারে বলে জানান তিনি।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব তথ্য জানান।তিনি আরো বলেন: বাড়িটির প্রবেশ পথসহ বেশকিছু জায়গায় আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) ছড়িয়ে রাখে জঙ্গিরা। সেই বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করার পর সেখানে প্রবেশ করা সম্ভব হয়। সেখানে ঢুকে বিভৎস চিত্র দেখা গেছে। মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়নো রয়েছে। সেটি খুবই বিভৎস দৃশ্য। শরীরের বিভিন্ন অংশ এমনভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে, যে আমরা ধারণা করছি খুব শক্তিশালী বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা আত্মহনন করেছে। সবার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে দুটি রুমে ছড়িয়ে আছে। সেগুলোর মাথা, পা একেকটা একেক জায়গায়। মাথা, পা হাতসহ শরীরের বিভিন্ন অংশ দেখে আমরা ধারণা করছি ৭/৮ টি ডেড বডি রয়েছে সেখানে। ক্রাইম সিন ইউনিট দেহের সাথে মাথা, হাত ইত্যাদি জোড়া দিয়ে ডেড বডির সংখ্যা নির্ধারণের কাজ করছেন। তাদের কাজ শেষ হলে নির্দিষ্ট করে নিহতদের সম্পর্কে তথ্য দেয়া সম্ভব হবে।
মনিরুল ইসলাম বলেন : জঙ্গিদের এই কৌশল নতুন নয়, যখনই তারা দেখে যে পালানোর কোনো পথ নেই, তখনই তারা আত্মসমর্পণ না করে নিজেদেরকে বিস্ফোরিত করে। তীব্র গন্ধে সেখানে প্রবেশও করা যাচ্ছে না। তাই আমরা মনে করছি যে, গতকাল (বুধবার) বিকেলে যে শক্তিশালী বিস্ফোরণটি হয়েছিলো, যার কারণে বিল্ডিংটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্তও হয়েছিলো, সেই বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়।
বড়হাটের অভিযান কখন শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অপারেশন হিট ব্যাক শেষ হয়েছে। এখন সোয়াটের সদস্যরা বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করতে যাবেন। সেখানকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এখানকার কাজ শেষে বড়হাটের জঙ্গি আস্তানা নিয়ে সোয়াট সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আক্রমণের পরিকল্পনা করবে। যদি সন্ধ্যার আগে অভিযান শুরু করতে পারে, তাহলে আজ হবে। না হলে কাল সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে অভিযান শুরু করা হবে। রাতের নানা রকমের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, রাতে অভিযান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা থাকে, অন্ধকারে নানা রকম ঝুঁকি থাকতে পারে। সে কারণে সকালে অভিযান পরিচালনা হবে।
এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, নব্য জেএমবির সদস্যরা এখানে আত্মগোপন করে ছিলো। এখানে দেখতে পাওয়া আইইডির (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) সাথে আতিয়া মহলসহ আশকোনায় উদ্ধার করা আইইডির মিল রয়েছে। বুধবার রাতে ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হওয়ার চার ঘন্টা পরে রাত দশটার দিকে অপারেশন স্থগিত রাখা হয়। পরে বৃহস্পতিবার সকালে ওই জঙ্গি আস্তানায় আবার অপারেশন শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নতুন করে শুরু হওয়া অভিযানে সকাল থেকেই বারবার বিঘ্ন ঘটে। এসময় বাড়িটিকে লক্ষ্য করে টিয়ারশেল ছোঁড়া হয় এবং জঙ্গিদের সাথে গুলি-বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের এক পর্যায়ে দুপুর দুইটার দিকে ওই বাড়ির ভিতর থেকে আর কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে বাড়িটির নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা বাহিনী।
মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানাটিও ঘিরে রেখেছে পুলিশ। এখন ওই বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট অভিযান শুরু করবে। বাড়িটির দো’তলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানা গেছে।