গোপালগঞ্জে আদালত থেকে নিখোঁজ হল চাঞ্চল্যকর একটি হত্যা মামলার তদন্তকর্তাসহ ১৭ স্বাক্ষীর জবানবন্দী ও জেরার নথি। বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলাটির তদন্ত কর্মকর্তাকে জেরার দিন ধার্য্য ছিল। কিন্তু বিচারিক কার্যক্রম শুরু হলে দেখা যায় মামলার মূল নথির সঙ্গে স্বাক্ষীদের জবানবন্দী ও জেরার নথিটি উধাও। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর সে নথি পাওয়া না গেলে আদালতের বিচারক মোঃ নাজির আহমেদ মামলাটির বিচারিক কার্যক্রম মূলতবি রাখেন এবং আগামী ১৫ মে পরবর্তী দিন ধার্য্য করেন।
মামলার বাদী নেছারউদ্দিন মোল্লা বলেছেন, আমার মেয়ের বিয়ের পর তার স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন যৌতুক দাবী করে আমার মেয়েকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে। সুরতহাল রিপোর্ট ও পোষ্ট-মটেম রিপোর্টেও একই তথ্য প্রকাশ পেয়েছে। দীর্ঘ ১২ বছর ধরে এ মামলাটি চালিয়ে এখন আমি সর্বশান্ত। যে মুহূর্তে মামলার সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ এবং মামলাটি রায়ের দিকে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যদি এসব কাগজপত্র আদালত থেকে খোয়া যায় তাহলে আমরা বিচার পাবো কোথায়? মামলা সূত্রে জানা যায়, যৌতুক দাবীতে নানা নির্যাতণের একপর্যায়ে ২০০৫ সালের ২৭ নবেম্বর সন্ধ্যা ৭ টার দিকে গোপালগঞ্জ শহর-সংলগ্ন চর-মানিকদাহ এলাকায় স্বামী মশিউর রহমান (পুলিশ কন্স্টেবল) ও শ্বশুড়-বাড়ির লোকজন গৃহবধু সাদিয়া জাহান তুলিকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২৮ নবেম্বর তুলির বাবা নেছারউদ্দিন মোল্লা বাদী হয়ে তুলির স্বামী মশিউর সহ শ্বশুড় মফিজুর রহমান মোল্লা (পাপা), শাশুড়ী সেলিনা বেগম, ননদ মাহফুজা, জা (ভাশুর-বৌ) সোমা ও চাচা-শ্বশুড় ইব্রাহীম মোল্লাকে আসামী করে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নং-১৪, তাং-২৮/১১/২০০৫,) দায়ের করে। পরের বছর মামলার চার্জ গঠন হয় এবং মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তরিত হয় (নং-৭৫/২০০৬)।এদিকে দীর্ঘ ১২ বছর ধরে চলমান এই হত্যা মামলাটির তদন্ত-কর্মকর্তাসহ ১৭ স্বাক্ষীর জবানবন্দী এবং তাদের ১৬ জনের জেরা শেষ করে যে মুহূর্তে সর্বশেষ সাক্ষ্যদাতা তদন্ত-কর্মকর্তার জেরা কার্যক্রম শুরু হবে ঠিক সে মুহূর্তে আদালত থেকে এভাবে নথিপত্র উধাও হয়ে যাওয়ার ঘটনায় মামলার বাদীপক্ষ ভীষণভাবে হতাশ হয়ে পড়েছে। হতাশ হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও।
বৃহষ্পতিবার দুপুরে এপিপি মোঃ শহিদুজ্জামান পিটু সাংবাদিকদের বলেন, আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষের পথে এবং মামলার ১৭ স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে; যাদের কেউ কেউ ইতোমধ্যে মারা গিয়েছে। এখন নতুন করে ওইসব স্বাক্ষীদেরও আদালতে হাজির করা সম্ভব নয়। তাই নিখোঁজ হওয়া কাগজপত্র পাওয়া না গেলে এ মামলার বাদীপক্ষের অপূরণীয় ক্ষতি হবে এবং মামলার বিচারিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে। পক্ষান্তরে লাভবান হবে আসামীপক্ষ। আমি মনে করি, একটি স্বার্থান্বেষী মহল অফিসের লোকজনের যোগসাজশে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এটি শুধু অপরাধই নয়; এটি একটি ফৌজদারী অপরাধ।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ওই আদালতের মুখপত্র প্রশাসনিক কর্মকর্তা শেখ মোঃ শওকত আলী জানিয়েছেন, বুধবার বিকেলেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাঁর সেরেস্তার বেঞ্চ সহকারী কাজী নজমুল ইসলাম ও সেরেস্তা সহকারী মহরউদ্দিন ফকিরকে ২ দিনের সময় দিয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ (স্মারক নং-১৮৪/অতি:জে:জ:, তাং- ২৯/৩/২০১৭) করেছেন। তিনি আরও জানান, এর আগেও গত বছর ১৩ জুলাই একই সেরেস্তায় আরও একটি হত্যা মামলার (কাশিয়ানী থানার মামলা জি.আর. ২১৫/১৪, সেশন ১৯৭/২০১৫) সম্পূর্ণ নথি নিখোঁজ হয়েছে এবং মামলার বিচারিক কার্যক্রম স্থবির হয়ে যায়। সে ঘটনায়ও সেরেস্তার বেঞ্চ সহকারী কাজী নজমুল ইসলামকে ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ (স্মারক নং-১৬৫/অতি:জে:জ:, তাং- ২০/৩/২০১৭) করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। প্রশাসনিক কর্মকর্তা জানান, ইতোমধ্যে বিষয়গুলি জেলা ও দায়রা জজকে অবহিত করা হয়েছে। তাঁর নির্দেশনা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।