৩০ মার্চ অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আঞ্জুম সুলতানা সীমার পক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে কুমিল্লা টাউন হলে সকাল ১১ টায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও এম. শাহাদাৎ হোসাইন তছলিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন চৌধুরী নাসিম, যুবলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, অধ্যাপক এ.বি.এম আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, মোঃ জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু, মোঃ শাহাজালাল, মোঃ ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, মিজানুর রহমান মিজান, তারিক আল হাসান লিউ, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন সারাদেশে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিকরা উন্নয়ন থেকে বঞ্চিত। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নের লক্ষ্যে একই সাথে জাতীয় রাজনীতিতে সন্ত্রাস, জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়ার ধ্বংসের রাজনীতি ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত করতে আসন্ন নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমা’র বিজয় নিশ্চিত করতে নৌকা প্রতীকে ভোট দানের জন্য আহবান জানান। কুমিল্লা সিটি কর্পোরেশনকে আধুনিক ও নান্দনিক শহরে পরিনত করতে সীমাকে নৌকায় ভোট দিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা ও কর্মীদের এ বিজয় অর্জনের লক্ষ্যে প্রতিটি ভোটারের কাছে আগামী ০৩ দিন ভোট প্রার্থনা এবং নির্বাচনের দিনে প্রতিটি ভোট কেন্দ্রে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ প্রদান করেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন ‘জনগনের ক্ষমতায়ন’ সুদৃঢ় করতে নৌকা মার্কার বিকল্প নাই।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আর্শিবাদ প্রাপ্ত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা প্রতিনিধি সভায় উপস্থিত যুবলীগ প্রতিনিধিদের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল ভোটারের কাছে ভোট প্রার্থনা করেন।