কুড়িগ্রামে ১৭বছর থেকে কবরের ভিতরে এক বৃদ্ধার জীবন যাপন

0
221

১৭বছর ধরে কবরে ভিতরে জীবন যাপন করছে এক বৃদ্ধা মহিলা। বিষয়টি জানা জানি হলে প্রতিদিন শতশত মানুষ দেখার জন্য ভিড় জমাচ্ছে বৃদ্ধার বাড়ীতে। চনঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে বাঘমারা গ্রামের মৃত্যু হাতেম আলীর স্ত্রী মোছাঃ চানবি খাতুন ১৭ বছর থেকে কবরে ভিতরে বসবাস করে আসছে এই বৃদ্ধা মহিলার বয়স নব্বই বছর।

স্থানীয় ও পারিবারিক সুত্রে যানাযায়, চল্লিশ বছর আগে তার স্বামী মারা যায়। এর পর থেকে চিশতিয়া (বাবা নিজামউদ্দিন আওলিয়ার ) তরিকার অর্ন্তভূক্তি হয়ে গোপনে কবরে ভিতর ঢুকে আল্লাহর এবাদত শুরু করেন বৃদ্ধা। তার স্বামীর মৃত্যুর তেইশ বছর পরে সে তার নিজের থাকার ঘরের ভিতর মাটি খুড়ে কবর তৈরী করে। সেখানে প্রতিনিয়ত বসবাস করা শুারুকরে। এ অবস্থা দেখে তার ছেলে চান মিয়া দুই হাজার নয় সালে কবরটি পাকা করে দেয়। ১৭ বছর যাবত গোপনে বৃদ্ধা কবরে বসবাস করে আসছিল। হঠাৎ বিষয়টি লোকমূখে জানাজানি হলে তাকে দেখার জন্য প্রতিদিন হাজার মানুষ ভিড়জমাচ্ছে। বৃদ্ধার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাঘমারা গ্রামের লালচান শিকদার বলেন আমার চাচী ১৭ বছর থাইকা কবরে মধ্যে থাকে, তার দুনিয়া জিনিসপত্রের প্রতি কোনো লোভ নাই, নদী ভাঙ্গা রোধে প্রতিবছর ছিন্নি করে। সে কবরে থাকার বিষযে আমরা অনেক আগে থেক্যা জানি তার নিষেধ ছিলো কাউকে এ কথা বলা যাবে না। এই বছর সিন্নির দিন আমাগো ডাইকা কয় তোমরা শেখের মেয়ে শেখ হাসিনার সরকারে জানিয়া দেওয় ব্রহ্মপুত্র নদে ভাঙ্গা যেনো রোধ করে, আমার কবর যেনো নদে ভ্ঙ্গাা না যায়। এ তার শেষ চাওয়া। তার বড় মেয়ে তারা বানু জানান আমার মা কবরে থাকে বাহিরে লোকগোরে সাথে দেহা করেনা, সে প্রতিদিন গভীর রাতে কবর থেক্যা বারাইয়া নদীর পাড় যায় আর আল্লাহর কাছে মোনাজাত করে নদীতে যেনো তার কবর না ভ্ঙ্গাা না যায়। সে কোনো জারা ফুক দেয় না তার চাওয়া সে মরার পড়ে যেনো প্রতি বছর সিন্নি করে। বৃদ্ধার ছেলে চান মিয়া জানান আমার বাবার মৃত্যুর তেইশ বছর পড় থেকে সে কবরে থাকে আমি তাকে নিষেধ করলে সে বলে বাবা ভুঝবিনা, তাই আমি কবর পাকা কইরা দিছি, সে দিনে একবার সন্ধা সময় ২টা রুটি খায়। ্এ বিষয়ে কবরে সববাসরত বৃদ্ধা চানবি খাতুন জানান আমি কবরে ভিতরে থাকা ১৭ বছর থেকা বাস করি। আমি কবরে ভিতরে মরলে আমকে কেউ বাহির করতে পারবে না। আমার চাওয়ার খিছুই নাই। সরকার যেনো নদীর ভাঙ্গা রোধ করে। আমার কবর যেনো নদীতে ভেঙ্গে না যায়।স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন বলেন বিষয়টি গতকাল শুনেছি,আগে জানতাম না ঘটনা সত্য সে তরিকাপন্থি লোক গোপনে এবাদত করে। এ উপজেলায় কর্মরত সিএডিকে এনজিও’র নির্বাহী পরিচালক মো:ঃ আবু হানিফ বলেন এক জন সাবাবিক মানুষ কবরে ভিতরে বসবাস করতে পারে না। আর সে অন্ধকার কবরে ১৭ বছর থেকে জীবন যাপন করছে। এটা একটি চানঞ্চল্যকর ঘটনা। তার দুনিয়ার প্রতি লোভ নাই। যার কারনেই সে কবরে বসবাস করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here