হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন

0
311

প্রতিবন্ধী শিশুরা কারও বোঝা আর অভিশাপ নয়, এরাও সু শিক্ষা লাভ করে দেশ ও জাতির কল্যাণ করতে পারে। সেই আলোকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নতুন রুপে পদয়াত্রা শুরু করলো “বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”। রবিবার সকাল ১০টার সময় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামে এর শুভ উদ্বোধন করেন মোতাহার হোসেন এমপি।

টংভাঙ্গা ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক শ্যামল, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান অপন, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক দিলিপ কামার সিং, সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু, হাতীবান্ধা এস,এস, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, সাবেক প্রধান শিক্ষক আমিনুর রহমান (বিএসসি), ডাউয়াবারী ইউপি সাবেক চেয়ারম্যান বাবলা, ভবানীপুর ছেফাতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ (বাবলু) মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও এতে ঐ বিদ্যালয়ের নবাগত প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও অভিভাবকগন উপস্থিল ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here