শুক্রবার টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

0
202

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচীতে যোগ দিতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (শুক্রবার) টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। এদিন সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং সকাল ১০ টায় তাঁরা টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিবেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এ সময় তিনবাহিনীর একটি চৌকষ দল তাদেরকে অনার গার্ড প্রদর্শণ করবে। এরপর দু’জনে সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ টুঙ্গিপাড়া ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। এরপর বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা ২০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যাহ্ন বিরতি ও নামাজের জন্য বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর সহকারী কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স-বার্তায় জানানো হয়েছে, বেলা সাড়ে ৩ টায় তিনি জাতির পিতার জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস উদ্্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে আয়োজিত শিশু সমাবেশ, অলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন এবং সেখানে বই মেলার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়াও ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে একটি আলোকচিত্র পরিদর্শন করবেন।এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ উৎসব-আমেজ। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশেপাশের এলাকায় উন্নয়নমূলক ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারা গোপালগঞ্জে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানিয়েছেন, টুঙ্গিপাড়া মাজার কমপ্লেক্স ও আশপাশ এলাকাসহ গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here