কড়াইল বস্তিতে বারবার আগুন: পাঁচ শতাধিক ঘর পুরে ছাই

0
0

শুধু এবারই নয়।গত এক বছরে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে এ নিয়ে তিনবার আগুন লাগার ঘটনা ঘটলো। গত বছরের ১৪ মার্চ এই বস্তিটিতে আগুন লেগে অর্ধশত ঘর পুড়ে যায়। এছাড়া ৪ ডিসেম্বর আরেকটি অগ্নিকান্ডের ঘটনায় বস্তিটির পাঁচ শতাধিক ঘর পুরে যায়। সবশেষ বুধবার দিবাগত রাতে আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাজধানীর কড়াইল বস্তিতে গভীর রাতের আগুনে চারদিকের মানুষের আর্ত চিৎকারে ঘুম থেকে জেগে দৌড়ে নিরাপদে আসতে পারলেও ঘরে থাকা সুঁই-সুতোও রক্ষা হয়নি পঞ্চাশোর্ধ জরিনা বেগমের।

এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, এখানে কেন বারবার আগুন লাগছে তার কারণ জানার চেষ্টা করছি।তিনি বলেন, এর আগে বস্তিতে আগুন লাগার পর বিভিন্ন এনজিও ও বেসরকারি সংস্থার সহায়তায় সবুজ টিন দিয়ে সাতশ ঘর তৈরি করে দিয়েছিলাম। আবার আগুন লাগলো। দেখে গেলাম এখন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জরিপ করবো। কতদূর কি করতে পারবো জানি না। তবে নিশ্চিত থাকুন আমরা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসবো। যদিও অনেকে তিন-চার হাজার ঘর পুড়ে যাওয়ার কথা বললেও ফায়ার সার্ভিস এই সংখ্যা পাঁচশর মতো হবে বলে আমাদের জানিয়েছে। এছাড়া একজন আহত হওয়ার খবরও শুনেছি। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের সহযোগিতা করব।আনিসুল হক বলেন, রাজধানীর এই বস্তির মানুষগুলো যেভাবে মানবেতর জীবনযাপন করছে ভেতরে না আসলে বাইরে থেকে বোঝা যায় না। সত্যি ঘটনা হলো এখানে যারা থাকে তারা বাংলাদেশের মানুষ। তাদের থাকার কোনো জায়গা নেই। এদের নিয়ে বড় কোনো পরিকল্পনা করা হয়নি, সম্ভবও হয়নি। তবে আমাদের কিছু পরিকল্পনা আছে। চিন্তা করছি কিছু করা যায় কিনা।

পোশাক কারখানায় কাজ করা একমাত্র ছেলে মামুনকে নিয়ে বস্তির এক ঘরে থাকতেন স্বামীহারা শেরপুরের এই নারী।বুধবার গভীর রাতের ওই আগুনে সব হারিয়ে আশ্রয়হীন এ মা-ছেলে বৃহস্পতিবার দুপুরে ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে বসে বিলাপ করছিলেন।পরনের কাপড় ও ছেলের মোবাইল ফোনটি ছাড়া তাদের আর কিছু বাকি নেই বলে জানান জরিনা।সঙ্গে নিয়ে আসতে পারা ওই ফোনেই প্রৌঢ়া এ নারীকে আমিনুল নামে নিজের বোনের এক ছেলেকে সাহায্যের জন্য টাকা-পয়সা নিয়ে আসার তাড়া দিতে দেখা যায়। পেশায় রিকশাচালক ওই ভাগ্নের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, তুই আয় বাবা, খাওয়া-দাওয়া কিচ্ছু নাই, তুই আইয়া পড়; তাড়াতাড়ি আয় বাবা, ট্যাহা-পয়সা নিয়া আইস বাবা, খাওনের অবস্থা নাই।খাওনের কিচ্ছু নাই, কই যামু, কই খামু, কিচ্ছু নাই; তাড়াতাড়ি আয় বাবা, এক্ষুনি আয়।

গুলশান লেকের দুই তীরে দেড়শ একরের বেশি জমির ওপর বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কড়াইল বস্তিতে কয়েক লাখ লোকের বসবাস।বুধবার রাত পৌনে ৩টার দিকে বস্তিটিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় সোয়া পাঁচ ঘণ্টা চেষ্টার পর সকাল সোয়া ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো লাগা এবারের আগুনে বস্তির অধিকাংশ টিনের ঘর পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।আট বছর ধরে কড়াইল বস্তিতে থাকেন বলে ঘাটপাড় এলাকার মহাখালী-গুলশান রোডের ফুটপাতে বসে বিলাপ করে বলছিলেন জরিনা।বিলাপে মা-ছেলের হাঁড়ভাঙা খাটুনির কঠিন দিনের কথা বলে চলেন এ নারী।

মাইনষের বাড়ি বাড়ি কাম করি, মাঝে মইদ্যে (ফাকে ফাকে) ইট ভাইঙা রোজগার করি। পোলায় একটা গার্মেন্টসে কাম করে। মা-পোলায় কষ্ট কইরা টেহা জমাইতাম; আট বছরের জমাইন্না সব টেহা এক রাইতের আগুনে পুইড়া ছাই অইয়া গেছে।জমানো টাকায় গ্রামের ভিটাতে জরিনার একটা ঘর বানানোর ইচ্ছা ছিল বলে জানান তার ছেলে পোশাককর্মী মামুন।তিনি বলেন, মায়ের ইচ্ছা আছিল, আর কিছু টেকা জমাইতে পারলে গ্রামের ভিটায় একটা ঘর করার, কিন্তু হেই আশা ভাইঙা গেসে; আমরার থাহন-খাওনের কোনো সম্বল নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here