শততম টেস্টের খেলার অপক্ষায় বাংলাদেশ

0
0

কলম্বোর পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ। এসএলসির আমন্ত্রণে শততম টেস্ট দেখতে কলম্বো যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হবে খেলা।বাংলাদেশের শততম টেস্ট স্মরণীয় করতে নানা আয়োজন করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। একইসঙ্গে সিরিজের শেষ টেস্ট সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে দুই দল।এদিকে, গল টেস্টে ২৫৯ রানের হার পেছনে ফেলে ভালো কিছু করার প্রত্যাশা হাথুরুসিংহের শিষ্যদের। যদিও পি সারা ওভালে বাংলাদেশের পরিসংখ্যান ভয়ানক উদ্বেগের। এ মাঠে আগের দুই টেস্টের ২টিতেই লঙ্কানদের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।

টাইগারদের টিম কম্বিনেশনে আসছে পরিবর্তন, মাহমুদুল্লাহ থাকছেন না তবে তামিম-সৌম্যর ওপেনিং জুটি ভাঙার ইচ্ছে নেই ম্যানেজমেন্টের। ফলে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় উড়িয়ে নেয়া ইমরুলের শততম টেস্টে মাঠে নামা অনিশ্চিত।এছাড়াও কলম্বো টেস্টের একাদশে বোলিং ডিপার্টমেন্টেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার নতুন দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে প্রত্যাশিত ফলাফল করা সম্ভব জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।লঙ্কান সফরের আগে রোববার শেষবারের মতো অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

টাইগার দলপতি মনে করেন, কাটারমাস্টার মুস্তাফিজের অর্ন্তভুক্তিতে পূর্ণ শক্তির দলে পরিণত হয়েছে বাংলাদেশ।সিরিজে দুই টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলতে দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।ভারতের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে আরো একটি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয় ৭ মার্চ, ইন্টারন্যাশনাল গল স্টেডিয়ামে। চার বছর আগে খেলা সেই ম্যাচে অধিনায়ক মুশফিক করেছিলেন ডবল সেঞ্চুরি।আশরাফুল খেলেন ১৯০ রানের ইনিংস। সময়ের পরিক্রমায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন আরো অনেক নতুন ক্রিকেটার।১৫ মার্চ সিরিজের দ্বিতীয় টেস্টে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।এটি কোনো চাপ নয় বরং শততম ম্যাচে ভাল খেলে জয়ের দেখা পেতে চান টাইগার দলপতি। সেইক্ষেত্রে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের দায়িত্ব নেয়ার কথা বলেন তিনি। অবশ্য কাটার মাস্টার মুস্তাফিজের দলে ফেরায় বোলিং বিভাগে শক্তি বৃদ্ধি পেয়েছে বলে জানান মুশি।বিদেশের মাটিতে শেষ তিন টেস্ট খেলায় টাইগারদের যে অভিজ্ঞতা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ও কলম্বোয়, দুই টেস্টে তা কাজে লাগবে বলে বিশ্বাস মুশফিকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here