রবি বাংলা বিটস এ ভুবন মাঝির গান

0
349

সম্প্রতি মুক্তি পাওয়া ভুবন মাঝি চলচ্চিত্রের টেলিকম পার্টনার হিসেবে মোবাইল ফোন অপারেটর রবি বাংলা বিটস মিউজিক অ্যাপে গান মুক্তি দিয়েছে।মঙ্গলবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অ্যানড্রয়েড মোবাইল ফোনে রবি ব্যবহারকারী রা https://robibanglabeats.com  সাইটে ক্লিক করে বাংলা বিটস অ্যাপটি ডাউনলোডের পর গানগুলো উপভোগ করতে পারবেন।

রবির গ্রাহকরা ৮৪৬৬৩০ কোডটিতে ডায়াল করে (রবি গুনগুন সেবার মাধ্যমে) চলচ্চিত্রটির যে কোনো গান তাদের রিং ব্যাক টোন করতে পারবেন। এছাড়া ভুবন মাঝির ট্রেইলার ও ভিডিও গানগুলোও রবি স্ক্রিন ভিডিও অ্যাপে পাবেন গ্রাহকরা।http://robiscreen.com সাইটটিতে ক্লিক করে গ্রাহকরা এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

ভুবন মাঝির মূল ভূমিকায় অভিনয়কারী পরমব্রতের কণ্ঠে গাওয়া ‘পদ্মা নদীর নৌকা ভিড়ল হুগলি নদীর তীরে’ গানটিসহ পাঁচট গান রয়েছে চলচ্চিত্রটিতে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য, যিনি সম্প্রতি কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।সিনেমাটির অন্য গানগুলো হচ্ছে বোতোলে পুরেছি কান্না’, ফুলে ফুলে ঢলে ঢলে’, ধন্য ধন্য ও ‘আমি তোমারই নাম গাই’।ফখরুল আরেফীনের পরিচালনায় ভুবন মাঝি চলচ্চিত্রটি ভালবাসার গল্প নিয়ে নির্মিত। এর পটভূমি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ হলেও গল্পের ব্যাপ্তি শুধু ওই পরিম-লে সীমাবদ্ধ নয়।চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হওয়ার জন্য একজন ব্যক্তির ক্রমপরিবর্তনের পটটি চিত্রায়িত হয়েছে। এতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here