পাবনায় জেএমবি’র আঞ্চলিক কমান্ডার ও পুলিশ হেড কোয়ার্টাারের তিন নম্বর তালিকাভুক্ত জঙ্গি মোস্তাফিজুর রহমান ওরফে শাহিন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে তাকে শহরের কাচারী পাড়ায় এলাকার সাহারা ক্লাবের পিছন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান শাহিন পাবনা পৌর এলাকার গোপালপুর মহল্লার মৃত এড. গোলাম মহিউদ্দিনের ছেলে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, জঙ্গিরা সংঘটিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি জানান, গ্রেপ্তারকৃত মোস্তাফিজ রহমান ওরফে শাহিন মেহেরপুর পুর জেলার জেএমবি’র আঞ্চলিক কমান্ডার। একই সাথে পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত তিন নম্বার জঙ্গি। মোস্তাফিজুর রহমান শাহীন দেশব্যাপী সিরিজ বোমা হামলার জড়িত আসামী ছিল ও মেহেরপুর জেলায় বোমা হামলা চালায়। এরপর সে তিন বছর জেল খেটে জামিনে মুক্তি নিয়ে পলাতক জীবন শুরু করে। তার বিরুদ্ধে পাবনা ও মেহেরপুর থানায় তিনটি মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে ওসি জানান।
পাবনা প্রতিনিধি ।