আইসিটি প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক লেনেদেন সীমা বেড়ে ৩০ হাজার ডলার

0
0

তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর বৈদেশিক লেনদেনের পরিমান ২৫০০০ ডলার থেকে ৩০০০০ ডলারে উন্নীতকরণ, ব্র্যাক-বেসিস ক্রেডিট কার্ড প্রতিবার রিফিলের সীমা ২০০০ ডলার থেকে ৬০০০ ডলারে উন্নীতকরণসহ বেসিস প্রদত্ত বেশ কয়েকটি প্রস্তাবনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও জটিলতা নিরসনে দ্রুতই এগুলো সার্কুলার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইসিটি বিভাগ ও বেসিসের দু’দিনব্যাপী বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আইসিটি খাতের উপযোগি সি-ফর্ম তৈরি, আইসিটি রেমিট্যান্সের ক্ষেত্রে ১০ শতাংশ এআইটি কর্তন না করা, ইআরকিউ অ্যাকাউন্টে ৭০ শতাংশ অর্থ জমা রাখা ও অনুমতি ছাড়াই সমপরিমাণ বিদেশে পুনরায় পাঠানোর সুবিধা প্রদান সংক্রান্ত প্রস্তাবনা প্রকাশ পেতে যাচ্ছে।

বৈঠকের প্রথমদিনে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বেসিসের কর্মকর্তারা। বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতের আর্থিক সমস্যাগুলো দূরীকরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানান। এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই খাতের সমস্যাগুলো তুলে ধরেন। একই সঙ্গে বেসিস নেতৃবৃন্দ তথ্যপ্রযুক্তি খাতের প্রস্তাবনাগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও কর্মকর্তাদের বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন।

প্রস্তাবনাগুলো পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংক, আইসিটি ডিভিশন ও বেসিসের সমন্বিত সভা আয়োজনের বিষয়ে বলা হয়। তার পরিপ্রেক্ষিতে রোববার অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক মাসুদ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, বেসিসের সাবেক মহাসচিব শোয়েব আহমেদ মাসুদ, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসিসের পক্ষ থেকে আর্থিক খাত সংক্রান্ত প্রস্তাবনাসমূহ পেশ করা হয়। সেগুলো পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্তের কথাও জানানো হয়। বিস্তারিত আলোচনা শেষে উভয়পক্ষের সম্মিলিত সিদ্ধান্তগুলো জানানো হয়। প্রস্তাবনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তথ্যপ্রযুক্তি খাতের পক্ষ থেকে বেসিস সভাপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সংশ্লিষ্টদের আন্তরিকতার প্রশংসা করেন এবং এগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here