তিস্তা ছাড়া আর কোনো চুক্তি মানবে না জনগণ: বিএনপি

0
233

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি জনগণ মেনে নেবে না বিএনপি।ভারতের সঙ্গে তিস্তার পানিচুক্তি ছাড়া দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাধীনতা দিবসে দলের কর্মসূচি ঘোষণা করে বলেন, স্বাধীনতা দিবসে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রা করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওইদিন ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হবে বলে ভারতীয় গণ্যমাধ্যমের খবরের বরাত দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি ছাড়া দেশের স্বার্থবিরোধী অন্য কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।মির্জা ফখরুল বলেন, আশঙ্কাটা শুধু আমাদের না, আশঙ্কাটা ভারতের পত্র-পত্রিকায় বেশি বেরিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ভারতের পত্র-পত্রিকায় বেশি এসেছে যে, ২৫ বছরের চুক্তি আবার একটা হতে যাচ্ছে- এই ধরনের একটা খবর। আমরা জানি না।আমরা সেই জন্য চাচ্ছি, গভর্নমেন্ট শুড কাম আউট উইথ দ্য কনটেন্ট যে, সেখানে কী আলোচনা হতে যাচ্ছে- এটা বলা উচিত।দুই দেশের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিপক্ষে যায় অর্থাৎ তার স্বার্থের সাথে সংঘাত ঘটে এই ধরনের কোনো চুক্তি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা সব সময় আশাবাদী। দীর্ঘ ১১ বছর ধরে আমরা আশা করে আছি যে, আওয়ামী লীগ সরকার এসেছে, যেহেতু তাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তিস্তার পানিটা অন্তত পাবো। আজ পর্যন্ত এক ফোঁটা পানি আমরা পাইনি।শুধু তাই না, পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে পানি দেওয়া সম্ভব না। দেখছি আমরা, পত্রিকাগুলোতে বলা হচ্ছে সম্ভবনা খুব কম। আমরা দেখছি, আমাদের ৫৪টা অভিন্ন নদীর পানি আমরা পাচ্ছি না।বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনেক সুবিধা দেওয়া হলেও এখন পর্যন্ত বাংলাদেশ কোনো সুবিধা পায়নি বলে মন্তব্য করেন ফখরুল।আমাদের দিক থেকে যা দেওয়ার দিয়ে দিয়েছে। ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে, নদী পথে নৌ ও স্থল পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, বন্দরগুলো ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, বন্দর ব্যবহার করছে।

সীমান্তে বাংলাদেশিদের বেআইনিভাবে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে এবিষয়ে প্রধানমন্ত্রী ভারত সফরে আলোচন করবেন বলে আশা প্রকাশ করেন ফখরুল।জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবসের প্রস্তাব অনুমোদনের বিষয়ে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, প্রস্তাব নেওয়া হয়েছে, এটা আইনে আসুক। আমরা গণহত্যার বিরুদ্ধে, আমরা কনডেম করেছি।নৌ বাহিনীর জন্য চীন থেকে আনা দুটি সাবমেরিনের বিষয়ে তিনি বলেন, সাবমেরিন যদি ডুবে ঠিক মতো এবং আর যদি শত্র“ পক্ষের জাহাজকে মারতে পারে, তাহলে ওয়েলকাম জানাই।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন নদীর পানি চুক্তি ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী চুক্তি হলে জনগণ মেনে নেবে না।তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী মাসের ৮ তারিখে ভারত সফরে যাবেন। আমরা আশা করছি তিনি তিস্তা পানি বন্টন চুক্তি করবেন। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি করলে দেশের জনগণ মেনে নেবে না।এ সময় তিনি বিএনপি সরকারের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, বিএনপি দেশের জন্য সব করেছে কিন্তু, কখনো দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়নি।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী একজন দায়িত্বশীল ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা সেই দায়িত্বশীলতার পরিচয় দেখতে পাই না। তার রাজনৈতিক স্বার্থে অবলীলায় মিথ্যাচার করার ফলে জাতি ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে আরও বিভক্ত হয়। দেশের মানুষের স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থে যেটা বলা উচিত, সেটাই তার (প্রধানমন্ত্রী) বলা উচিত।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। আশায় ছিলাম, তিস্তার পানি অন্তত পাবো। কিন্তু আজ পর্যন্ত পাইনি।মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় পত্রপত্রিকায় এসেছে, ভারতের সঙ্গে ২৫ বছরের প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে। সেখানে কী হচ্ছে, তা বলা উচিত। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যায়, অর্থাৎ স্বার্থের সংঘাত ঘটে, এ ধরনের চুক্তি বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না।এর আগে ২৬ মার্চ উপলক্ষে স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদ উদ্দিন চৌধুরী এনি, রুহুল কদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাইফুল ইসলাম ফিরোজ সহ বিএনপি অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here