যুদ্ধ বিধ্বস্ত ইরাকের মসুলে বাদউস কারাগারের পাশে এক বিশাল গণকবরে ৫০০ জনের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে।ইরাকি বাহিনীর বরাতে রোববার এ খবর জানানো হয়। শিয়া নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী হাশড আল শাবি জানায়, জঙ্গি গোষ্ঠী আইএস সাধারণ কারাবন্দিদের হত্যা করে গণকবরে সমাহিত করেছিলো। যাদের হত্যা করা হয়, তাদের বেশির ভাগই শিয়া মুসলিম বলেও জানানো হয়।চলতি সপ্তাহে ইরাকি বাহিনী অভিযান চালিয়ে ওই এলাকা পুনর্দখলে নেওয়ার পরই গণকবরটির সন্ধান পাওয়া গেলো।২০১৪ সালে আইএস হামলা চালিয়ে ওই এলাকায় দখলে নিয়েছিলো। তখনই গণহত্যার পর মরদেহগুলো গণকবরটিতে সমাহিত করা হয়েছিলো বলে মনে করা হচ্ছে।
এদিকে,যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।শনিবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের বাব আল-সাগির এলাকায় সড়কের পাশ থেকে একব্যক্তি আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে নিহত ও হতাহতের ঘটনাটি ঘটে।প্রাথমিকভাবে হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থালে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুর করে।