দ্রাবিড়কে কোচ করার চিন্তা ভারতের

0
0

দলের পরিচালকের দায়িত্ব পাচ্ছেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে। তাই কুম্বলের জায়গায় ভারতের প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়।ভারতীয় গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক কমিটি বুধবার কুম্বলের সাথে আলোচনা করেই এমন সিদ্বান্ত নিতে যাচ্ছে।

বিসিসিআই’র এক সিনিয়র কর্মকর্তা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, আমাদের প্রয়োজন এখন সামনের দিকে এগিয়ে যাওয়া এবং কাঠামোগত পরিবর্তনের দিকেই আমরা তাকিয়ে। যদি তাই হয়, তবে ভারতের ক্রিকেট উপকৃত হবে। একজন ব্যক্তি দলকে পরিচালনা করবে এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ভালো সমন্বয় থাকবে। পরিকল্পনা ইতোমধ্যে নেয়া হয়েছে এবং এটি হবার সম্ভাবনাই বেশি।নতুন চুক্তি প্রকাশ পেলে এর সাথে পরিবর্তনগুলো হবে।অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজই কুম্বলের শেষ অ্যাসাইন্টমেন্ট এবং দ্রাবিড়ের সাথে চুক্তি হলে সেটি কার্যকর হবে ১৪ এপ্রিল থেকে।টেস্টে ভারত এক নম্বর দল এবং কুম্বলের নেতৃত্বে ২০১৬ সালে কোন টেস্ট হারেনি দল।দ্রাবিড়ের কোচিং ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here