দেশের ৩৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ১ লাখ বর্গফুট করে ২ টি ২৪ তলা টাওয়ার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী অ্যাভোকেট জাহাঙ্গীর কবির নানক ঢাকার শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় রবিবার ওই কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে পরিষদের কোষাধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ টাওয়ার ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদজ্ঞিপ্তিতে রবিবার ওইসব তথ্য জানানো হয়।