১০ মার্চ, ২০১৭ তারিখ বিকাল অনুমান ১৫.০০ টায় ০৬ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে গোয়েন্দা উত্তর বিভাগ। রাজধানী কদমতলী এলাকার আলম মার্কেটের সামনে হতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাহাঙ্গীর আলম @ শাকিল ২। মোঃ মামুন হোসেন ৩। মোঃ আমিন গাজী ৪। মোঃ রনি @মাহাবুব ৫। মোঃ ইব্রাহীম ও ৬। মোঃ শাখাওয়াত হোসেন সজিব। এসময় তাদের হেফাজত থেকে ০১ টি পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ওয়ারলেস ও হ্যান্ডক্যাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ঢাকা শহর ও তার আশেপাশের এলাকায় বিভিন্ন্ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করত। তারা ভিকটিমকে গাড়ীতে জোর পূর্বক উঠিয়ে সকল মূল্যবান দ্রব্যাদি কেড়ে নেয় এবং সুযোগ বুঝে ফাঁকা কোন স্থানে ফেলে রেখে যায়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা