ময়নামতি নয়, কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কুমিল্লা একটি সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এ জেলার সাথে বহু ইতিহাস ঐতিহ্য জড়িত। সুতরাং কুমিল্লা বাদে অন্য কোনো নামে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লার জনগণ মেনে নেবেনা।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কেবল মাত্র ব্যক্তি ক্ষোভের বশবর্তী হয়ে ঐতিহ্যবাহী জেলা কুমিল্লার নাম বাদ দিয়ে ময়নামতির নামে বিভাগ না করার জন্য সরকারকে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মোশাররফ হোসেন বলেন, আমরা শুনতে পাই, বর্তমান প্রধানমন্ত্রী কুমিল্লার কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির ওপর ক্ষুব্ধ। তাই তিনি কুমিল্লার নাম মুছে ফেলতে চান। এটা অত্যন্ত অন্যায়। এই অন্যায় যুক্তি কখনও টিকবে না।আজকে যিনি প্রধানমন্ত্রী, আজকে যারা মন্ত্রী- তারা শপথ গ্রহণ করার সময় বলেছিলেন, রাগ, ক্ষোভ বা বিদ্বেষের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। সংবিধানে রয়েছে, প্রধানমন্ত্রী যেই হন, তিনি সব রকম ক্ষোভ, বিদ্বেষের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেবেন। সুতরাং কোনো ব্যক্তির ওপর ক্ষোভের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী যদি কুমিল্লার নাম মুছে দিয়ে ময়নামতির নামে বিভাগ করেন তাহলে শপথ ভঙ্গ করবেন। একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন, বলেন মোশাররফ হোসেন।
কুমিল্লা বিভাগ কুমিল্লার নামেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লাকে বাদ দিয়ে অন্য কোনো নামে বিভাগ করা হলে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী জেলার জনগণ মেনে নেবেন না। কেননা কুমিল্লা জেলার নিজস্ব ঐতিহ্য রয়েছে।আর যদি ক্ষোভের বশবর্তী হয়ে গায়ের জোরে কুমিল্লাকে বাদ দিয়ে ময়নামতি নামে বিভাগ করা হয়, তাহলে আগামীতে সরকার পরিবর্তন হলে ফের কুমিল্লার নামেই বিভাগ করা হবে বলে সাফ জানিয়ে দেন কুমিল্লার সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেন।কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবির ব্যাপারির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড. মারুফ হোসেন, মনজুর হোসেন ঈষা প্রমুখ।