পাবনায় নকল এনার্জি ড্রিংক কারখানার সন্ধান কোটি টাকা মূল্যেযৌন উত্তেজক এনার্জি ড্রিংক ও নকল ঔষধ সরঞ্জামজব্দ ॥ তিন লাখ টাকা জরিমানা

0
208

বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়া এলাকায় ‘ডোরা ফুড প্রোডাক্টস’ নামের একটি কারখানায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক এনার্জি ড্রিংক, নকল ঔষধ, ড্রিংক তৈরীর সরঞ্জাম, কেমিক্যাল জব্দ করেছে।

র‌্যাব জানায়, শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়া এলাকার জনৈক হায়দার আলী নামের এক ব্যক্তি তার বাড়ির অভ্যন্তরে অনুমোদনহীন ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামে নকল এনার্জি ড্রিংক ও নকল ঔষধ তৈরীর কারখানা গড়ে তোলে। যে কারখানায় র্দীর্ঘদিন ধরে নাম সর্বস্ব বিভিন্ন কোম্পানীর মোড়কে যৌন উত্তেজক নকল এনার্জি ড্রিংক, সফট ড্রিংক, হজমী, ওরালস্যালাইন, হার্বাল সিরাপ ও ঔষধ উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্টে রুহুল আমিন (এক্স) বিএনভিআর ও স্কোয়াড কমান্ডার এএসপি থোয়াইঅংপ্রু মারমার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের একটি দল ওই কারখানায় অভিযান চালায়। অভিযানে প্রায় কোটি টাকা মুল্যের নকল এনার্জি ড্রিংক ও ড্রিংকস তৈরীর সরঞ্জাম, কেমিক্যাল জব্দ করে। পরে কারখানার মালিক হায়দার আলীকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন মনিরা অনুমোদনহীন নকল এনার্জি ড্রিংক ও নকল ঔষধ তৈরী ও বাজারজাত করার দায়ে কারখানার মালিক হায়দার আলীকে তিন লাখ টাকা জরিমানা করে ও জব্দকৃত এনার্জি ড্রিংক সহ অন্যান্য সামগ্রী ধ্বংস করা হয়।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here