ভোটার তালিকায় অন্তর্ভূক্ত তথ্য ৯০% সঠিক বলে প্রকাশ করেছে ইলেকশন ওয়াকিং গ্র“প। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাকী ১০% তথ্য সঠিক করতে নির্বাচন কমিশনকে একটি প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানায় গ্র“পটি।সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিদ্যমান ভোটার তালিকার অধিকতর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি বলেও এ প্রতিবেদনে জানানো হয়। দেশের শতকরা ৯৭% মানুষ ভোটার হিসেবে তালিকায় অন্তভুক্ত থাকলেও বাকী ৩ ভাগ মানুষকে ভোটারের আওতায় আনার উদ্যোগ নেয়ার কথাও বলা হয় এতে। ভোটার তালিকা থেকে তিন হাজার ভোটারকে বাছাই করে একটি জরিপ চালায় ইলেকশন ওয়াকিং গ্র“প। প্রশ্নপত্রের মাধ্যমে ভোটারদের সরাসরি, পরিবারের সদস্য, প্রতিবেশি ও নির্ভরযোগ্য ব্যক্তিদের দেয়া তথ্য প্রাধান্য পায় এতে।
বৃহস্পতিবার এ জরিপের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হয়। এতে তালিকার নব্বই শতাংশ তথ্য সঠিক বলে বেড়িয়ে এসেছে বলে জানিয়েছে ইলেকশন ওয়াকিং গ্র“প।নারীদের তুলনায় ভোটার তালিকায় পুরুষের অন্তর্ভুক্ত তথ্য ভুল বলে জানানো হয়। ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত ও খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছে বলেও বেড়িয়ে এসেছে। ভোটার হওয়ার যোগ্যতা থাকা স্বত্ত্বেও তিন দশমিক তিন এক শতাংশ নাগরিক নিবন্ধিত নয় জানিয়ে তাদের ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বানও জানানো হয়।নাগরিকদের ওপর চালানো এক জরিপের তথ্য তুলে ধরে ইডব্লিউজির পরিচালক ড. মো. আব্দুল আলীম বলেন, আমাদের অডিট পর্যবেক্ষণে দেখা গেছে, নাগরিকদের মধ্যে ভোটার হওয়ার উপযুক্ত ৯৬ দশমিক ৬৯ শতাংশের নাম ভোটার তালিকায় আছে। ৩ দশমিক ৩১ শতাংশের নাম নেই, যদিও তাদের যোগ্যতা রয়েছে।
২০১৫-১৬ সালে দেশের বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকার নীরিক্ষা করতে গত বছরের শেষ দিকে ‘লিস্ট টু পিউপল’ ও ‘পিউপল টু লিস্ট’ পদ্ধতি ব্যবহার করে এ জরিপ করা হয় বলে ইডব্লিউজি জানিয়েছে।এতে ভোটার তালিকার ৩ হাজার জনকে বাছাই করা হয়। পাশাপাশি ৩ হাজার খানার ১০ হাজার ৩৮৬ জনের তথ্য নেওয়া হয়, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার আগে, অথচ ভোটার হিসেবে তারা নিবন্ধিত নন।তারপর তাদের তথ্য বিশ্লেষণ করে যোগ্যতা সত্ত্বেও কত শতাংশ নাগরিক ভোটার হতে পারেননি তা বের করা হয়।আলীম জানান, তাদের হিসাবে দুই কারণে নাগরিকরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।একটি হচ্ছে তথ্য সংগ্রহকারীরা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য নিচ্ছেন তখন বাদ পড়াদের ৫৬ দশমিক ১ শতাংশ বাড়িতেই ছিলেন না, আবার নিবন্ধনের সময় তাদের ১৬ দশমিক ৩ শতাংশ প্রয়োজনীয় কাগজপত্র দাখিলেও ব্যর্থ হয়েছেন।অনিবন্ধনের সর্বোচ্চ হার চট্টগ্রামে বলে জানান তিনি।
সেখানে ৩৯ দশমিক ৫ শতাংশ নাগরিক ভোটার হতে পারেননি। এরপর খুলনায় ১৫ দশমিক ৭ শতাংশ। সবচেয়ে কম অনিবন্ধিত বরিশাল বিভাগে, মাত্র ৩ দশমিক ৮ শতাংশ। ভোটার তালিকায় লিপিবদ্ধ তথ্যর ৯০ শতাংশ সঠিক বলেও ইডব্লিউজির ওই জরিপে উঠে এসেছে।জরিপে লিপিবদ্ধ তথ্যে অশুদ্ধতার হারও পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। দেখা গেছে, ভোটারের নামের বানানে ভুল আছে ৩ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে।
পিতা বা স্বামীর নামের বানানে ভুল আছে ৭ দশমিক ৯ শতাংশ, মায়ের নামের বানানে ভুল ৭ দশমিক ১ শতাংশ, জন্ম তারিখে ৩ দশমিক ৭ শতাংশ, পেশায় ৫ দশমিক ৮ শতাংশ ভুল। ঠিকানা ভুলভাবে লেখা হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ তথ্যে।নারীদের তুলনায় পুরুষ ভোটার, আর শহরের চেয়ে গ্রামের ভোটারদের তথ্যে ভুলের পরিমাণ বেশি বলেও জরিপে উঠে এসেছে। দেখা গেছে, তালিকায় থাকা ৪৩ দশমিক ৫ শতাংশ নারীর তথ্য ভুল, পুরুষদের ক্ষেত্রে এ হার ৫৬ দশমিক ৫ শতাংশ।শহরের ১৫ দশমিক ৩ শতাংশের বিপরীতে গ্রামের ৮৪ দশমিক ৭ শতাংশ ভোটারের তথ্যে ভুল পাওয়া গেছে।জরিপে ৩ শতাংশ মৃত ভোটার, ৯ দশমিক ৪ শতাংশ স্থানান্তরিত ভোটার এবং ‘খুঁজে পাওয়া যায়নি’ এমন ১ দশমিক ৮ শতাংশ ভোটারের তথ্য মিলেছে বলেও ইডব্লিউজি সদস্য নোমান আহমেদ খান জানিয়েছেন।তিনি বলেন, ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা ভোটার তালিকা তুলে ধরেছি।জরিপ থেকে উঠে আসা এসব তথ্য আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি, গণতন্ত্র ব্যবস্থাকে আরও উন্নত করতে, সুশাসন ও সুষ্ঠু নির্বাচনের আশায় এই জরিপ করা হয়েছে।ইডব্লিউজির সদস্য অধ্যাপক ড. নাজমূল আহসান কলিমউল্লাহ, রেজাউল করিম চৌধুরী ও আব্দুস সালাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।