খাদিজাকে হত্যাচেষ্টার দায়ে বদরুলের যাবজ্জীবন

0
214

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যার চেষ্টার দায়ে ছাত্রলীগ নেতা বদরুল আলমের যাবজ্জীবন সাজার রায় দিয়েছে আদালত।বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা জনাকীর্ণ আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আসামি বদরুলকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে রায়ে।পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সকালে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় আসামি বদরুলকে। এরপর বেলা সাড়ে ১১ টায় ৩০ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন বিচারক।

এদিকে,হামলাকারী বদরুলকে যাবজ্জীবন সাজা দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন খাদিজা বেগম। বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার আউশা গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে তিনি এভাবেই রায়ের প্রতিক্রিয়া জানান।খাদিজা বলেন, আদালতের প্রতি আমার কৃতজ্ঞতা। এই রায়ে আমি সন্তুষ্ট। দেশের মানুষের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। আমি আবার লেখাপড়া করতে চাই। পড়াশোনায় মনোযোগী হতে চাই। লেখাপড়া করে আমার স্বপ্নপূরণ করতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে বুধবার যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

নিজের ওপর বর্বর আক্রমণের বিচার আজ আন্তর্জাতিক নারী দিবসে পাওয়ায় খাদিজা আরও খুশি বলে জানান। তিনি বলেন, এ দিনে বাংলাদেশের সকল নারীর প্রতি আমার আহ্বান হলো, আমার মতো যেন আর কেউ এমন পরিস্থিতির শিকার না হয়। এ জন্য সবাই যেন সচেতন হন।রায় ঘোষণার সময় হত্যাচেষ্টা মামলার বাদী ও খাদিজার চাচা আবদুল কুদ্দুস আদালতে ছিলেন। সেখান থেকে তিনি মোবাইলে খাদিজাসহ পরিবারের সবাইকে রায় জানান। খাদিজার বাবা মাসুক মিয়া ও বড় ভাই শাহিন আহমদ প্রবাসী। গত ২৬ ফেব্র“য়ারি খাদিজা আদালতে সাক্ষ্য দেওয়ার পর তাঁরা প্রবাসে ফিরে গেছেন। খাদিজার বাবা ও ভাইকে রায় জানানো হয়েছে এবং তাঁরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আবদুল কুদ্দুস বলেন, আমাদের চাওয়া এখন একটিই, এ রায় যেন উচ্চ আদালতেও বহাল থাকে।গত বছর ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।ঘটনার ৫ মাস ৫ দিনে বদরুলের বিচার প্রক্রিয়া শেষ হয়। আর খাদিজা সুস্থ হতে সময় নেন সাড়ে চার মাসের বেশি।পিপি মিসবাহ বলেন, বিচারক আকবর হোসেন মৃধা দন্ডবিধির ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় বদরুলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আর পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেন তিনি।রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, দেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। সর্বস্তরে যখন নারীরা সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে তারা অরক্ষিত, নির্যাতিত। দেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অনস্বীকার্য।খাদিজার ওপর এমন নৃশংস হামলা প্রমাণ করে নারীরা কতটা অরক্ষিত।নারীর সুরক্ষা নিশ্চিত করতে বলা হয় এই রায়ে।

পিপি মিসবাহ বলেন, বিশ্ব নারী দিবসের দিনে এই শাস্তি নারীর সুরক্ষায় ভূমিকা রাখবে। নারী উত্ত্যক্তকারীরা বিরত থাকবে বলে আদালতের পর্যবেক্ষণ।রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।তিনি বলেন, সবার সহযোগিতায় বদরুলের যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। আইনের ফাঁকে যাতে এ রায় বদল না হয় সে জন্য সবার কাছে দাবি করছি।তবে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান।তিনি বলেন, বদরুল সুবিচার পাননি। রায়ের কপি পর্যালোচনা করে উচ্চ আদালতে যাওয়ার কথা চিন্তা করা হচ্ছে।
চাঞ্চল্যকর এই মামলাটির বিচারকাজ মাত্র ৫ মাস ৫ দিনে শেষ হয়েছে। এর প্রধান কারণ চাক্ষুষ তথ্য-প্রমাণ। কলেজ ক্যাম্পাসে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে কোপানোর রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর প্রত্যক্ষদর্শীরাও সাক্ষ্য দেন।ঢাকার স্কয়ার হাসপাতালে তিন দফা অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হন খাদিজা। শরীরের বাঁ পাশ স্বাভাবিক সাড়া না দেওয়ায় চিকিৎসার জন্য স্কয়ার থেকে তাকে পাঠানো হয় সাভারের সিআরপিতে। সিআরপিতে তিন মাসের চিকিৎসা শেষে ২৪ ফেব্র“য়ারি বাড়ি ফেরেন কলেজপড়ুয়া এই তরুণী।

খাদিজার ওপর হামলাকারী বদরুলকে ঘটনাস্থল থেকে ধরে তখনই পুলিশে দেয় জনতা। ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। বদরুলকে বিশ্ববিদ্যালয় ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়।মামলার তদন্তে নেমে খাদিজাকে কোপানোর ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বদরুল নিজেও অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।মামলার তদন্ত কর্মকর্তা শাহ পরান থানার এসআই হারুনুর রশিদ ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন। এরপর ২৯ নভেম্বর ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে।এ মামলায় বাদীপক্ষে মোট ৩৪ জনের সাক্ষ্যর শুনেছে আদালত। খাজিদা নিজেও গত ২৬ ফেব্র“য়ারি আদালতে গিয়ে নিজের জবানবন্দি তুলে ধরেন।সাক্ষ্যে খাদিজা বলেন, ৫-৬ বছর আগে তাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতেন বদরুল। সে সময় থেকেই তাকে উত্যক্ত করে আসছিলেন।বদরুলের নৃশংস হামলায় আমি সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছি। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি, সাক্ষ্যে বলেন খাদিজা।সাক্ষ্যু শেষে যুক্তিতর্ক পর্যায়ে এসে আদালত বদল হয় এ মামালার। তিনটি ধারার মধ্যে একটিতে সর্বোচ্চ শাস্তি দেওয়ার এখতিয়ার হাকিম আদালতে না থাকায় তা দায়রা আদালতে বদলি করা হয়।দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে গত ৫ মার্চ বিচারক রায়ের জন্যহ দিন ঠিক করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here