আর্মি স্টেডিয়ামে জয়বাংলা কনসার্ট

0
358

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের বক্তব্যের মাধ্যমে যুব সমাজকে উজ্জীবিত করে তুলতে যুব সংগঠন ইয়ং বাংলা মঙ্গলবার ‘জয়বাংলা কনসার্টের’ আদলে মিউজিক অনুষ্ঠানের আয়োজন করেছে।আর্মি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়।

সেন্টার ফর রিসার্চ এন্ড নিফরমেশন’র (সিআরআই) পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কনসার্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্দীপনামূলক গান থাকবে।সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, সঙ্গীত, সংস্কৃতি ও চিত্রকলার বিশ্বজনীন মাধ্যম ব্যবহার করে দেশের যুব সমাজকে স্বাধীনতা যুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করাই এই কনসার্টের লক্ষ্য।স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আশা জাগ্রত রাখতে এবং মুক্তিযোদ্ধাদের মনোবল জোরদারে ১৯৭১ সালের সংকটপূর্ণ দিনগুলোতে সুজেয় শ্যাম ও তার সঙ্গীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য গান রচনা ও সুরারোপ করেন।৪৬ বছর পরে ১৯৭১ সালের দুর্লভ সেই গানের ৫টি জয়বাংলা কনসার্টে নতুন প্রজন্মের সামনে পরিবেশন করা হবে।বিখ্যাত ব্যান্ড ওয়ারফেজ, চিরকূট, আর্বোভাইরাস, নেমেসিস, শিরোনামহীন, শূন্য, লালন এতে পারফর্ম করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here