দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি

0
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না। আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।মৎস্যজীবী দলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারি দল নিজেরা ভোট চাইছে, অন্যদিকে বিএনপিকে আদালতের বারান্দায় দাঁড় করিয়ে রেখেছে। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে।

তবে বিএনপি নেতারা বলছেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। এই দাবি পুনর্ব্যক্ত করে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব বলেন, নির্বাচন কমিশনের যত ক্ষমতাই থাকুক, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে যতই স্বপ্ন দেখুক, দলীয় সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যাবে না।তিনি বলেন, সরকারি দল ভোট চেয়ে বেড়াচ্ছে, অন্যদিকে বিএনপিকে দাঁড় করিয়ে রেখেছে আদালতের বারান্দায়। সামনের দিনে বিএনপির বড় বড় কর্মসূচি আসবে। সে কর্মসূচিতে বাধা দেওয়া হলে আরও কঠিন কর্মসূচি আসতে পারে। ক্ষমতাসীন দলের অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে অনড় বিএনপি।দলটি চাইছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতা পরিবর্তনের গ্যারান্টি।
নেতারা বলছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে অনুষ্ঠিত হবে না কোনো নির্বাচন। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনে অংশ নিতে দল সাংগঠনিকভাবে সবসময়ই প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতারা।ঘনিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়। দেড় বছরেরও বেশি সময় বাকি থাকলেও দেশের রাজনৈতিক অঙ্গণে বেশ আগেভাগেই শুরু হয়ে গেছে সে নির্বাচন নিয়ে আলোচনা আর হিসেব-নিকেশ।চলমান বিভিন্ন মামলায় নির্বাচনের আগেই দলের চেয়ারপারসনের সাজা হয়ে যেতে পারে এমন আশঙ্কায় আছে বিএনপি।দলের জন্য বিষয়টি বেশ দুঃশ্চিন্তার বলেই বিভিন্ন ফোরামে, সভা-সেমিনারে এ নিয়ে সরকারের সমালোচনা করে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা।খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সাজা হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির চেয়ারপারসন।খালেদা বিহীন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মতো ভুল সিদ্ধান্ত নেবে না সরকার বলে মনে করেন গয়েশ্বর চন্দ্র রায় ও আহমেদ আযম।তারা দলীয় সরকারের অধীনে নয় বরং নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে; যেখানে নিশ্চিত করা হবে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ অংশগ্রহণ।

ক্ষমতাসীন দল ও নবগঠিত ইসির অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে থাকছে বিএনপি। নেতারা বলছেন, নির্বাচনমুখী দল হওয়ায় বিএনপি যেকোনো সময় জাতীয় নির্বাচনে যেতে প্রস্তুত।পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে যাতে জনমনে এবং বহির্বিশ্বে প্রশ্ন না ওঠে সেজন্য কোনো রাজনৈতিক দলকে বাদ দেয়ার মতো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে বরং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্ষতমাসীন দল কাজ করবে বলে আশাবাদী বিএনপি নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here