পেনাল্টিতে গোলের রেকর্ড গড়লেন রোনাল্ডো

0
241

ভিয়ারেলের বিপক্ষে রোববার পেনাল্টিতে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লা লিগায় ১২ গজ দুর থেকে ৫৭টি গোলের রেকর্ড এখন পর্তুগীজ এই তারকা দখলে।

গত ১৫ জানুয়ারি সেভিয়ার বিপক্ষে মাদ্রিদের ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করে মাদ্রিদের কিংবদন্তী খেলোয়াড় হুগো সানচেজের ৫৬টি গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন রোনাল্ডো। কিন্তু রোববার টনি ক্রুসের শট গোল এরিনার মধ্যে ভিয়ারেলের ব্রুনোর হাতে লাগলে রেফারী পেনাল্টির নির্দেশ দেন। যদিও সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক রয়েছে। তারপরেও নিজের দায়িত্ব ঠিকই পালন করেছেন সিআর সেভেন। এই গোলেই মাদ্রিদ দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে সমতা ফেরান।বার্সেলোনর সুপারস্টার লিয়নেল মেসি এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার গোলসংখ্যা ৪৩টি। তার আগের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে এ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক তারকা লুবোস্লাভ পেনেভ (৪৪) ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার রোনাল্ড কোম্যান (৪৫)।রোনাল্ডোর ৫৭তম পেনাল্টি কিকটি চলতি মৌসুমে লা লিগায় পঞ্চম ও সব মিলিয়ে ১৬তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here