শিশুরা শিক্ষিত হলে দেশের দারিদ্রতা হ্রাস পাবে- প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

0
0

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শিশু শিক্ষিত হলে দেশের দারিদ্রতা হ্রাস পাবে। আর দারিদ্রতা হ্রাস পেলে দেশ উন্নত হবে। তাই বর্তমান সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। দেশে সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠাণ হতে জ্ঞান অর্জন করে আজকের ছোট ছোট সোনামনিরা একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরবে। আর এভাবেই বাংলার সকল শ্রেণি পেশার মানুষের মাঝেই বঙ্গবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মাহমুদুর রশিদ টুটুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নিবার্হী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মো. আমিনুল হক, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুকসহ প্রমূখ।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here