ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড.আ.আ.স.আরেফিন সিদ্দিকী বলেছেন, আমরা বাংলায় আজ লেখাপড়ার যে সুযোগ পাচ্ছি, সেটি করে দিয়েছে ভাষা শহীদরা। বাংলা ভাষা সঠিকভাবে শিখতে ও জানতে হবে। বাংলা ভাষা শুদ্ধভাবে বলা, শুদ্ধভাবে লিখা ও সঠিক উচ্চারণ করা এটি হচ্ছে সর্বোচ্চ অধিকার। তারপর আমরা অন্য ভাষা শিখব। অন্য ভাষারও প্রয়োজন আছে, তবে বাংলা ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড.আ.আ.স.আরেফিন সিদ্দিকী বলেছেন, আমাদের ছেলে-মেয়েদের বিভিন্ন বিষয়ে জানার প্রয়োজন আছে। আজকের বাংলায় যে লেখাপড়ার সুযোগ পাচ্ছি, সেটি করে দিয়েছে ভাষা শহীদরা। বাংলা ভাষা সঠিকভাবে শিখতে ও জানতে হবে। বাংলা ভাষা শুদ্ধভাবে বলা, শুদ্ধভাবে লিখা ও সঠিক উচ্চারণ করা এটি হচ্ছে সর্বোচ্চ অধিকার। তারপর আমরা অন্য ভাষা শিখব। অন্য ভাষারও প্রয়োজন আছে, তবে বাংলা ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জলিল উদ্দিনের সভাপতিত্বে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের ডীন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর মোঃ রহমত উল্লাহ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, অভিভাবক শওকত ইমরান, শিক্ষার্থী সাদমান জয় নাবিল প্রমুখ।
ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, তারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যার কারণে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পেয়েছি। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি।
তিনি আরো বলেন, আজকে যারা নতুন প্রজন্ম, হয়তো তাদের জানার কথা নয় যে- ৫২’র ভাষা আন্দোলনের কি চেতনা ছিল? যে কারণে বাংলার বর্ণমালার জন্য মানুষ জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরকত রাষ্ট্র বিজ্ঞানে অনার্স পরীক্ষা দিয়ে মার্স্টাসে ভর্তি হওয়ার অপেক্ষা করছিলেন। তিনি মাতৃভাষা বাংলার প্রতি অপমান সহ্য করতে না পেরে তিনি রাজপথে আন্দোলনে নেমে পড়েন এবং শরীরের রক্ত রাজপথে ঢেলে দেন। সেই আত্মউৎসর্গের কারণে পর্যায়ক্রমে ৫২’র ভাষা আন্দোলন এবং ১৯৭১’র মুক্তিযুদ্ধের আন্দোলন, মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে এদেশ স্বাধীন হয়।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুযোগের সৎ ব্যবহার করতে হবে। গাড়ি, বাড়ি, ধন-সম্পদের চেয়ে বড় সম্পদ লেখা-পড়া। জীবনে যাঁরাই সাফল্য অর্জন করেছেন, তাঁরাই সময়ের গুরুত্ব দিয়েছেন। শিক্ষা শুধু সনদ গ্রহণ করা নয়, শিক্ষা মানে অন্তরের শিক্ষা যা আলো ছড়ায়, দেশকে আলোকিত করে গড়ে তোলে। তবে আমাদের ছেলে-মেয়েদের বিভিন্ন বিষয়ে জানার প্রয়োজন আছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নবীনদের ফুল দিয়ে বরণ করেন এবং বর্ষ সেরা শিক্ষার্থীদের কেষ্ট বিতরণ করেন। পরে এক মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।