আগামী ৫ বছরে দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না- আ.ক.ম মোজাম্মেল হক

0
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী বছরের বাজেটে হবে প্রায় ৪ লক্ষ ২৫ হাজার কোটি টাকার। এ বাজেটে একটি প্রকল্প গ্রহন করা হবে সেখানে যাতে কোন লোক গৃহহীন না থাকে তার ব্যবস্থা গ্রহন করা হবে। পর্যায়ক্রমে আশ্রয়ন প্রকল্পের মতো সকলের জন্য বাসস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ৫ বছরে দেশের কোন লোক গৃহহীন থাকবে না।

মন্ত্রী শনিবার দুুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রাণী সম্পদ সপ্তাহ-২০১৭ ইং উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ঢাকা শহরের বাস,ট্রেন ও লঞ্চ ষ্টেশন এবং রাস্তায় ১০ লক্ষাধিক লোক ঘুমায়। ঢাকার বাইরেও অনেক লোক রয়েছে যাদের কোন বাসস্থান নেই । তারা রাস্তা ও ফুটপাতে ঘুমায়। এ প্রকল্পের আওতায় ওইসব লোকের জন্য বাসস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। এ প্রকল্পে বাংলাদেশের একটি লোককেও গৃহহীন থাকতে হবে না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী রফিকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খানসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী উপজেলা প্রাণী সম্পদ র্কাযালয়ের উদ্দ্যোগে বর্ণাঢ্য র‌্যালীতে অংশ গ্রহন করেন। উপজেলার বিভিন্ন এলাকার খামারীদের অংশগ্রহনে অনুষ্ঠেয় র‌্যালীটি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here