রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগামী ২৬ ফেব্র“য়ারি বগুড়ার সান্তাহারের মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে আজ ২৩ ফেব্র“য়ারি, ২০১৭ রোজ বৃহস্পতিবার, দুপুর ১২.০০ টায় সান্তাহার বাসস্ট্যান্ড মাঠে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, কার্ল মাকর্স সহ বিশ্ব বরেণ্য অনেক দার্শনিক দর্শন দিয়েছেন কিন্তু সে দর্শন বাস্তবায়ন তো দুরের কথা বাস্তবায়নের সুত্র পর্যন্ত দেখাতে পারেন নি। কিন্তু বর্তমানে বিশ্বের বিষ্ময় বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে দর্শন দেন তা বাস্তবায়নও করেন। উদাহারণ হিসাবে তিনি বলেন শেখ হাসিনা দর্শন দেন যে, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরী সম্ভব। তা তিনি বাস্তবায়ন করছেন। এভাবে দেশের অর্থনৈতিক সাবলম্বিতা, খাদ্যে স্বয়ংপুর্ণতা করা সহ নানা দর্শন দিয়ে এবং বাস্তবায়ন করে দেখিয়ে দিচ্ছেন। তাঁর দর্শনে অচিরেই বাংলাদেশ হতে যাচ্ছে মধ্যম আয়ের দেশ। এজন্য বিশ্বের আটটি উন্নত দেশ শেখ হাসিনাকে নিয়ে গবেষনা শুরু করে দিয়েছেন। সে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবার জন্য যুবলীগ সহ দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। পাশাপাশী আগামী ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সান্তাহার সফর ও জনসভা সফল করার জন্য যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের দিক নির্দেশনা প্রধান করেন। বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। আরো বক্তব্য রাখেন নওগাঁর আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য ইর্সরাফিল আলম, যুবলীগ প্রসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, শাহাজাহান ভূইয়া মাখন। সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু আহম্মেদ নাসীম পাভেল, মুহাঃ বদিউল আলম, আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মিজানুর ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিন সহ-সভাপতি সোহারাব হোসেন স্বপন, আদমদীঘি থানা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারন সম্পাদক জিল্লুর রহমান সহ বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সভা পরিচালনা করেন বগুড়া জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।