বাংলাদেশ পুলিশের আইজিপি শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, সমাজের অপরাধ দমন ও সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করতে কমিউনিটি পুলিশ গঠন করা হয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের কাজ করা সহজ হবে না । তাই পুলিশ ও জনগণের সমন্বয়ে কাজ করা কমিউনিটি পুলিশের মূল উদ্দেশ্য। সমাজ থেকে জঙ্গীবাদ ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশকে সব ধরণের ক্ষমতা দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশের মহাসমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলে।
প্রধান আলোচক শহীদুল হক আরো বলেন, এক সময় ছিল মানুষ পুলিশের কাছে সরাসরি সহযোগিতা নিতে না এসে দালালের মাধ্যমে আসতো। এখন কমিউনিটি পুলিশের মাধ্যমে সে ধারনার পরিবর্তন হয়েছে। কমিউনিটি পুলিশরে সদস্যরা এখন থেকে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের কুফল নিয়ে গ্রামের মানুষকে সচেতন করার কাজও করে যাবে। পুলিশ চায় জনগনের সাথে পুলিশের সেতু বন্ধন তৈরী করে সহজে সাধারন মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিতে।
সমাবেশে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন এমপি বলেন, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজ থেকে মাদক ও জঙ্গীবাদ সমূলে বিনাশ করা সম্ভব। জনগণ পুলিশের বন্ধু হলে, পুলিশ জনগণের বন্ধু হলে সমাজে অপরাধ থাকতে পারেনা। তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে দেশে গৃহহীন, বেকার ও অশিক্ষিত বলতে কিছু থাকবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ ও ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছেনচট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম জেলা প্রশাসক সামছুল আরেফিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দীন, সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল মামুন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান ও জোরারগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন নয়ন। কমিউনিটি পুলিশের সমাবেশে চট্টগ্রামের ১৪ টি উপজেলা থেকে কমিউনিটি পুলিশের সদস্যও স্থানীয়রাসহ প্রাং ১৫ হাজার লোকসমাগম ঘটে।