বিভিন্ন পক্ষের বিরোধিতার মধ্যেই গ্যাসের দাম বাড়িয়েছে সরকার, যা কার্যকর হবে মার্চ ও জুন মাসে দুই ধাপে। গ্যাসের দাম দুই দফায় গড়ে ২২.৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কমিশনের প্রধান কার্যালয় থেকে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।
গৃহস্থালি খাতে প্রথম দফায় আগামী ১ মার্চ থেকে এক চুলা ৭৫০ টাকা ও দুই চুলা ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১ জুন থেকে এক চুলা ৯০০ টাকা ও দুই চুলা ৯৫০ টাকা ধার্য করা হয়েছে।এ ছাড়া সিএনজির দাম ১ মার্চ থেকে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা ও ১ জুন থেকে হবে ৪০ টাকা। বিদ্যুৎ, সার শিল্প ও সব শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানো হয়েছে।বর্তমানে গৃহস্থালি খাতে এক চুলা ৬০০ টাকা ও দুই চুলা ৬৫০ টাকা করে দিচ্ছেন গ্রাহকেরা।
আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে, যা এতোদিন ছিল যথাক্রমে ৬০০ টাকা ও ৬৫০ টাকাআর দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।গৃহস্থালিতে মিটারে যারা গ্যাসের বিল দেন, তাদের মার্চ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ব্যবহারের জন্য ৯ টাকা ১০ পয়সা এবং জুন থেকে ১১ টাকা ২০ পয়সা করে দিতে হবে।যানবাহনে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ১ মার্চ থেকে হবে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা; ১ জুন থেকে হবে ৪০ টাকা।বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক গণবিজ্ঞপ্তিতে গৃহস্থালি ও সিএনজিসহ বিদ্যুৎ, সার ও শিল্প খাতেও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ ২০১৫ সালের ১ অগাস্ট গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বাড়িয়েছিল বিইআরসি। গ্যাসের দাম বাড়ানোর জন্য রাষ্ট্রায়ত্ত বিভিন্ন বিতরণ কোম্পানির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ থেকে ১৮ আগস্ট পর্যন্ত গণশুনানি হয়। এর ভিত্তিতেই বৃহস্পতিবার নতুন দামের ঘোষণা এল।
আরগে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এমন প্রস্তাব তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মীর মসিউর রহমান।আবাসিক ব্যবহারকারীদের গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।এর মধ্যে এক চুলার মাসিক বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা এবং দুই চুলা ৬৫০ থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার প্রস্তাব তাদের।অবশ্য দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে গ্যাসের দাম না বাড়িয়ে দুর্নীতি কমানোর দাবি জানিয়েছে ভোক্তাদের সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (ক্যাব)।উপস্থিত ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও এক দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ক্যাবের জ¦ালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, কিছুদিন আগেও গ্যাসের দাম একদফা বাড়ানো হয়েছে; এখন ফের বাড়ানো অযৌক্তিক। গ্যাসের দাম না বাড়িয়ে বরং সিস্টেম লস ও দুর্নীতি কমানোর দিকে জোর দেওয়া উচিত তিতাসের।
আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্সের অভিযোগ, এতে নিম্ন আয়ের মানুষের জীবন আরো দুর্বিসহ হয়ে উঠবে। দেশের বেশিরভাগ মানুষ এখনো গ্যাস পায় না। গ্যাসের দাম বাড়ালে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবন আরো দুর্বিসহ হয়ে উঠবে।গত বছর ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। সে সময় এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করার কথা বলা হয়।আগে এক চুলা ব্যবহারকারীদের ৪০০ টাকা এবং দুই চুলার জন্য ৪৫০ টাকা পরিশোধ করতে হতো।এদিকে গণশুনানিতে প্রতি ইউনিট গ্যাসের বিতরণ মাশুল ২৩ পয়সা থেকে কমিয়ে দুই পয়সা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।তিতাসের বিপণন মাশুল পুনঃনির্ধারণের আবেদনের প্রেক্ষিতে এ পরামর্শ এসেছে।
চলতি বছরের ৩০ মার্চ প্রতি ঘনফুট গ্যাসের বিপণন মাশুল ২৩ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা তিন পয়সা করার আবেদন জানায় তিতাস।গত বছরের সেপ্টেম্বরের পর থেকে মুনাফা হ্রাস, কর দায় থেকে প্রদত্ত করের পরিমাণের আধিক্য, সাধারণ শেয়ার হোল্ডারদের আগের মতো লভ্যাংশ প্রদান এবং কোম্পানির ভবিষ্যত উন্নয়নমূলক কার্যক্রমে অর্থের যোগানের বিষয়গুলো বিবেচনায়ে রেখে মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তারা।জবাবে বিইআরসির মূল্যায়ন কমিটির পক্ষ থেকে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব চাহিদা মেটাতে তিতাস গ্যাসের ডিস্ট্রিবিউশন চার্জ প্রয়োজন প্রতি ঘনমিটার দুই পয়সা।বিইআরসি চেয়ারম্যান এ আর খান শুনানিতে তিতাস কর্তৃপক্ষকে বলেন, “এটা ভোক্তাদের কোম্পানি, মুনাফা করার প্রতিষ্ঠান নয়। যে সেবা দেবেন তার খরচ পাবেন। সিস্টেম লস বন্ধ করেন, শিল্প কারখানায় মিটারের ব্যবস্থা করেন। বিইআরসির পরামর্শের প্রেক্ষিতে তিতাসের পরিচালক (অর্থ) শংকর কুমার দে বলেন, আমরা সম্পূর্ণ বিধিবিধান মেনেই আবেদন করেছি, বিধিবিধান মেনেই এর (প্রস্তাবিত মূল্য) উত্তর দেব।