গোপালগঞ্জে পুলিশের উপর ছাত্রলীগের হামলা: আহত-১৫

0
162

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের সাথে পুলিশের অসৌজন্য মূলক আচরনের জের ধরে সড়ক অবরোধ, পুলিশের উপর হামলা, মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।এঘটনায় গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা, কোটালীপাড়া থানার এসআই হাফিজুর রহমান ও সদর থানার কনেস্টেবল মতিয়ার রহমানসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খানও আহত হন বলে দলীয় সূত্রে জানাগেছে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানাগেছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সড়কের পাশে তার মটর সাইকেলটি পার্কিং করে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকের সামনে একটি চায়ের দোকানে বসে চান পান করছিলেন। এ এসময় সহকারী পুলিশ সুপার এয়াকুব হোসেন ওই সড়কে টহল দিচ্ছিলেন। সড়কের পাশে মটর সাইকেলটি দেখতে পেয়ে গাড়ী থামান এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। ছাত্রলীগ নেতা রফিক সহকারী পুলিশ সুপারকে তার পরিচয় দেন। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা এতে আশ্বস্ত হতে পারেননি। বরং তিনি রফিকের সাথে থাকা মটর সাইকেলটি থানায় নিয়ে যান।

এদিকে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ছাত্রলীগের সাধারন নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে সাধারন নেতা-কর্মীরা রাস্তায় নেমে আসে এবং সরকারী বঙ্গবন্ধু কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ কর্মসূচী পালন করতে থাকে। তারা এএসপি এয়াকুবের অপসারন ও তার অসৌজন্যমূলক আচরনের বিচারের দাবীতে বিভিন্ন শ্নোগান দেয়। এসময় ওই সড়ক দিয়ে মটর সাইকেলে করে কোটালীপাড়া থানার এসআই হাফিজুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যাওয়ার উত্তেজিত ছাত্রলীগের কর্মীরা তাকে ধাওয়া দেয়। এক পর্যায় তারা তাকে মারপিট করে এবং তার মটর সাইকেলটি ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এক পর্যায় পরিস্থিতি অবনতির দিকে মোড় নিলে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌর সভার মেয়র কাজী লিয়াকত আলী ও সদর থানার ওসি সেলিম রেজা উত্তেজিত নেতা-কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় উত্তেজিত নেতা-কর্মীদের আক্রমন ও ইটের অঘাতে তারা আহত হন। গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এছাড়া এ ব্যপারে থানায় কোন মামলা হয়নিও বলেও জানান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here