আওয়ামী লীগের সাবেক সাংসদ যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদীউজ্জামান মারা গেছেন।রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান।শাহ হাদীউজ্জামান বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শহিদুল ইসলাম মিলন জানান, গত ২০ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে শাহ হাদীউজ্জামানকে প্রথমে খুলনার একটি হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিঙ্গাপুরের একটি হাসপাতালেও তাকে চিকিৎসা দেওয়া হয়।সেখান থেকে ফিরিয়ে এনে রোববার রাতে আবারও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় যাশোরের প্রবীণ এই আওয়ামী লীগ নেতাকে। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।নওয়াপাড়ার পীর হিসেবে পরিচিত খাজা আব্দুল মজিদ শাহের দ্বিতীয় ছেলে শাহ হাদীউজ্জামান আওয়ামী লীগের মনোনয়নে পাঁচবার জাতীয় সংসদে যশোর-৪ আসনের প্রতিনিধিত্ব করেছেন।আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ২০১২ সালে হাদীউজ্জামানকে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।যশোর আওয়ামী লীগের সভাপতি মিলন জানান, শাহ হাদীউজ্জামানের মরদেহ ঢাকা থেকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার পীরবাড়িতে আনা হয়েছে। সোমবার বিকালে পীরবাড়ি মাদ্রাসা চত্বরে জানাজার পর পীরবাড়ি মাজারে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।