পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি মাজারে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধুর শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ে সংলগ্ন মাজারটিতে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ সময় সেখানে মাজারের বহু ভক্ত উপস্থিত ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
হামলা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। স্থানীয় তালুকা হাসপাতালে হাসপাতালে অন্তত ৪০ জনের লাশ এসেছে বলে জানান সেখানকার তত্ত্বাবধায়ক চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী। এছাড়া চিকিৎসার জন্য ১০০ জনকে আহত অবস্থায় সেখানে নিয়ে যাওয়া হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য লিয়াকত মেডিকেল কমপ্লেক্স জামশরো ও সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমে একটি গ্রেনেড নিক্ষেপ করে। পরে সে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। তবে প্রথমে নিক্ষেপ করা গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। বৃহস্পতিবারের এ হামলার আগে বুধবার দেশটির উত্তরপশ্চিমে উপজাতি অধ্যুষিত এলাকায় প্রশাসনিক সদর দফতরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন অন্তত পাঁচজন।
মোহমান্দ এজেন্সির উপজাতীয় অঞ্চলের ঘালানাইয়ে অবস্থিত ওই সদর দফতরের মূল ফটকের কিছুটা সামনে এ বিস্ফোরণ হয়। বুধবার থেকে শুরু হওয়া কার্যদিবসে এমন ঘটনা ঘটে। পাকিস্তানি তালিবানের ভেঙে যাওয়া একটি উপদল, জামায়াত-উল-আহরার অবশ্য ওই হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে। সূত্র: ডন।