কাব্যগ্রন্থ ‘বার্তাবাহক’ বিক্রির ১০ ভাগ দেওয়া হবে বৃক্ষরোপনের জন্য

0
443

অমর একুশে গ্রন্থ মেলা ২০১৭-তে ‘দেশ পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয়েছে চপল মাহমুদ-এর ২য় কাব্যগ্রন্থ ‘বার্তাবাহক’। প্রকৃতির অতীত বর্তমান ও আগামীর দৃশ্যপট নিয়ে লেখা কবিতা দিয়ে সাজানো হয়েছে। ‘আমি কবি নই, বার্তাবাহক’ স্লোগানে এটি প্রকৃতি বাঁচাও অভিযানে সকলকে একত্রিত করার ক্ষুদ্র প্রয়াস নিয়ে প্রকাশিত হয়েছে ‘বার্তাবাহক’। এ নিয়ে লেখক চপল মাহমুদ বলেন, ‘বাংলার মোহনীয় রূপ-লাবণ্যে ও প্রকৃতিক সম্ভারের পাশাপাশি বিলুপ্ত, বিপন্নতা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় থেকে উত্তরণ, সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয় পাঠকের কাছে পৌঁছে দিতে আমার এ আয়োজন। সময়ের প্রয়োজনে বইটিতে তুলে ধরতে চেয়েছি প্রকৃতির বর্তমান বেহাল রূপ, সংকট, সমস্যা, সম্ভবনা ও সমাধানের ইতিবাচক পথ। ‘প্রকৃতি বাঁচাও অভিযানে এক পা এগিয়ে আসার আহ্বানে’ বার্তাবাহক বিক্রির শতকরা ১০ টাকা দেওয়া ব্যয় করা হবে বৃক্ষরোপনের জন্য।’
অমর একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ৫০২ ও ৫০৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘বার্তাবাহক’ বইটি।

বই সম্পর্কেঃ
বাংলাদেশ প্রকৃতির এক অপূর্ব রঙ্গশালা। এখানে প্রতিদিনই চলে ঋতু বৈচিত্র্যের ছলছাতুরি। বাংলার এমন রূপে হৃদয়ে আমার আনন্দের শিহরন জাগে। ভয়ও লাগে। কারণ, অনিন্দ্য সুন্দর এ রূপ আজ হুমকির মুখে। মানুষের নানাবিধ কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রিয় দেশের প্রকৃতি ও পরিবেশ। শুধু বাংলাদেশেই নয়। প্রাকৃতিক বিপর্যয় আজ পৃথিবীর প্রধান আলোচ্য বিষয়। প্রযুক্তির বিশ্বায়নে নদী বলতে আর কিছুই থাকছে না। নিধনের তান্ডবে উজাড় হচ্ছে বনাঞ্চল। হারিয়ে যাচ্ছে পশু ও পাখি। বিলুপ্ত আর বিপন্নতার চিৎকারে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ঢেকে যাচ্ছে ধুলোর চাঁদরে। বাংলাদেশের প্রকৃতির অতীত প্রাণবৈচিত্র ফিরিয়ে আনতে আসুন সকলেই একটি করে দেশি জাতের গাছ লাগাই। প্রকৃতি বাঁচাও অভিযানে এক পা আগাই।

‘বার্তাবাহক’
কাব্যগ্রন্থ
লেখকঃ চপল মাহমুদ
প্রকাশকঃ দেশ পাবলিকেশন্স
প্রচ্ছদঃ ধ্রুর এষ
স্টলঃ সোহরাওয়ার্দী উদ্যানে ৫০২-৫০৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here