বাসন্তিক রঙে রাঙায়ে
কে গো সখি আমার দোয়ারে
বাসন্তিক শাড়ির পাড় উড়ায়ে ?
এসোছো যখন হৃদয় রাঙিয়ে
থেকে যাও আমার আঙিনে।
ঝরা পাতার ডালে কে তুমি
এমন মন উদাসী গান গাও
মুকুল Ñ কড়ি না ফুটলেও ডালে
বাসন্তিক মন কি বসে থাকে?
চঞ্চল মন উদাস হয়ে
কোন সুরে কোথায় হারায়
আজ এই ক্ষণে এসোছো যখন
দাও রাঙিয়ে আমার মন।
যেয়ো নাকো
শশীলতা, তোমার ঐ সিলকি চুলে
পরা গোলাপ, ফাগুনের বাতাসে সুবাস ছড়ায়ে
দিওয়ানা করে এই উদাস পথিক কে।
এমনি ফাগুনের রঙের আগুনে
ঝলসে যায় চোখ!
ধানের শিষের মত করে
ঝির ঝির বাতাসে তির তির কোরে
কাঁপা ঠোঁটের বাকা হাসিতে
পথ হারায়ে কত দূরে চলে যায়
কোনো গভীর অমৃতনগরে।
তুমি অমন করে যেয়ো নাকো মেয়ে
এই মাঝ ফাগুনে
ধরায়ে মনে আগুন।
ফেরার অপেক্ষায়
মৌসুম শেষ , এবার যাবার পালা।
নিজ ভূমে মায়ের আঁচল তলে
কি যে সুখ ! আহা মরি মরি !
পরবাসে প্রতি মুহূর্তে
তোমার কথা মনে
তবু অস্থিরতা থাম না
ফেরার অপেক্ষায়।