ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে যোগযোগ করা হয় রাশিয়ায়

0
281

যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প শিবির থেকে রাশিয়ার সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছিল। ওই নির্বাচনে সকলকে তাক লাগিয়ে দিয়ে ট্রাস্প জয়ী হন। মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

আমেরিকার বর্তমান ও সাবেক চার কর্মকর্তার বরাত দিয়ে টাইমস’র খবরে বলা হয়, আড়িপাতা টেলিফোন কল ও রেকর্ড থেকে জানা গেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার দায়িত্বে নিয়োজিত সদস্যরা মস্কোর গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেন।এসব কর্মকর্তাদের মধ্যে তিনজনের বরাত দিয়ে টাইমস’র খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন-শৃংখলা রক্ষাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো প্রায় একই সময় আড়িপেতে তথ্য পেয়েছে যে, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তথ্য হ্যাক করার মাধ্যমে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার কোন হাত রয়েছে কিনা সে ব্যাপারে মার্কিন গোয়েন্দা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here