রাজধানীসহ দেশের তিন জায়গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন।পুরান ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সাগর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আক্তারুজ্জামান বলেন, সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাঁতীবাজারের চিত্রা সিনেমা হলের গলিতে বন্দুকযুদ্ধে সাগর নিহত হয়েছেন।নিহত যুবক ছিনতাইকারী চক্রের সদস্য, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। কয়েক মাস আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার মামলার আসামি সে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, একদল ডাকাত তাঁতীবাজারে ডাকাতের প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটনায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন মো. সাগর। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কক্সবাজারের মহেশখালীতে ও বগুড়ার কাহালু উপজেলাতেও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যাক্তি নিহত হয়েছেন।আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়ায় পাহাড় ও মাতারবাড়ী ইউনিয়নের রাঙাখালী এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে, হোয়ানকে নামে একজন সন্ত্রাসী নিহত হন। পৃথক এ ঘটনায় মাতারবাড়ী থেকে ৮টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।এদিকে, সোমবার রাতে বগুড়ার দুর্গাপুর ইউনিয়নে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এসময়, পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক দুর্বৃত্তের মৃত্যু হয়।