যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদন্ড : আপিল বিভাগ

0
255

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার গাজীপুরের একটি হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই মন্তব্য করেন। বেঞ্চের অপর তিনজন হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।এ বিষয়ে ওই হত্যা মামলার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, দন্ড বিধি অনুযায়ী, যাবজ্জীবন কারাদন্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু আজ প্রধান বিচারপতি বলেছেন, যাবজ্জীবন মানে, ন্যাচারাল লাইফ ডেথ। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে জানা যাবে।

মাহবুব হোসেন আরো জানান, মামলার শুনানিকালে আসামিদের মৃত্যুদন্ড কমিয়ে যাবজ্জীবন করতে আবেদন করলে আদালত বলেন, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদন্ড।এ বিষয়ে আইনি যুক্তি জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হত্যা মামলার শুনানিকালে আদালত এই মন্তব্য করেছেন। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালে গাজীপুরে জামান নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে গাজীপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে গাজীপুর বিচারিক আদালত ২০০৩ সালে তিনজনকে মৃত্যুদন্ড দেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আনোয়ার হোসেন ও আতাউর রহমান আপিল করেন। পরে হাইকোর্ট তাঁদের মৃত্যুদন্ড বহাল রাখেন।হাইকোটের এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে আজ শুনানি শেষে রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here