নূর হোসেনের দেহরক্ষী ফাঁসির দন্ডপ্রাপ্ত সেলিমের আত্মসমর্পণ

0
228

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনের দেহরক্ষী সেলিম আদালতে আত্মসমর্পণ করেছে।মঙ্গলবার দুপুর ২টায় তিনি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সাত খুনের পর ২০১৫ সালের ১৪ জুন পালিয়ে গিয়ে সেলিমসহ দুই দেহরক্ষী নিয়ে ভারতে আটক হন নূর হোসেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নূর হোসেন, তার দুই দেহরক্ষী খান সুমন ও সেলিমের বিরুদ্ধে মামলা হয়। মামলা চলাকালীন দুই দেহরক্ষী জামিন নিয়ে আত্মগোপন করেন। এরমধ্যে খান সুমন পালিয়ে দেশে আসলেও সেলিম ছিল ভারতেই।

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করে বলেন, আত্মসর্ম্পণের পর আদালতের কাঠগড়ায় সেলিম বলেছেন, সাত খুনের রায় শুনে ১৭ দিন আগে সে ভারত থেকে পালিয়ে দেশে ফিরে নিজ বাড়ি বন্দরের কুড়িপাড়ায় ছিলেন। তার বাবা’র নাম জামাল উদ্দিন।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, গত ১৬ জানুয়ারী আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ২৬ জনকে মৃত্যুদ- ও আরো ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে অপহৃতদের লাশ ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here