গাজীপুরে রবিবার রাতে এক পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই গুদামে রাখা ফেব্রিক্স, তৈরী পোশাকসহ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আখতারুজ্জামান ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি শরীফপুর এলাকার ‘এস টু এল ফ্যাশন প্রাইভেট লিমিটেড’ নামের ওই পোশাক কারখানার একতলা টিন সেড গুদামে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাত ১১টা ৫০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ড্যাম্পিং করছিল। আগুনে ফেব্রিক্স, তৈরী পোশাক ও বিভিন্ন মালামালসহ পুরো গুদাম পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কারখানার কর্মীরা জানায়, গুদামে বৈদ্যুতিক সংযোগ ছিল না। তবে তাদের ধারণা, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।