কালীগঞ্জে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষক বরখাস্ত

0
228

জেলার কালীগঞ্জ উপজেলায় এবারে ৩ শিক্ষার্থীকে বেদম মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আব্দুল কাদের খান নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। রবিবার উপজেলার পানি খাওয়ার ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ ঘটনাটি ঘটে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঐ শিক্ষকের শাস্তির দাবীতে স্কুলে তালা ঝুলিয়ে দেয় স্থানীয়রা। পরে অবিভাবকের অভিযোগের প্রেক্ষিতে ঐ শিক্ষককে সময়িক বরখাস্ত করে উপজেলা শিক্ষা অফিস।

স্থানীয়রা জানান, ঐ বিদ্যালয়ে গতকাল রবিরাব বিকালে পড়া না হওয়ার অজুহাতে রিনা আকতার, তৃষ্ণারানী ও বিউটি রানী নামের ৫ম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বেদম মারধর করেন সহকারী শিক্ষক আব্দুল কাদের খান। এ সময় ঐ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে রেখে আসে অন্য শিক্ষকরা।

এ ঘটনার প্রতিবাদে সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে ওই শিক্ষকের বিচার দাবী করেন স্থানীয় বিক্ষুপ্ত জনতা। ফলে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা বাড়ি ফেরে যায়। ফলে এ ঘটনায় সোমবার ঐ অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের খানকে সময়িক ভাবে বরখাস্ত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

কালীগজ্ঞ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে ঐ শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্র‌তি‌নি‌ধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here