আনমনা শীত এবার জেঁকে না বসেই ফিরে গেছে; তিলোত্তমা ঢাকায় গাছের পাতায় উন্নয়নের ধুলার যে পরত পড়েছে, তা সরিয়ে সবুজ কুঁড়ি জাগানোর দায়িত্ব বর্তেছে বসন্তরানির কাঁধে। চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় জমে ওঠে বসন্তবরণ উৎসব। ২. চ্যানেল আই প্রাঙ্গণে ‘বসন্তবরণ’ অনুষ্ঠানে গান করছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীরা। কোথাও কোথাও দু-একটি কোকিলের কুহু ডাক ছাড়া এই নীরস শহরে বসন্ত এসেছেÑজানাতে পারেনি প্রকৃতি। কিন্তু হৃদয়ের বসন্ত থেমে থাকেনি। তাই তো নগরের নানা বয়সের মানুষ বসন্তবরণ উৎসবে মেতে উঠেছে। মূল আয়োজনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। পয়লা ফাল্গুনে অ সোমবার ভোর থেকেই চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় জমে ওঠে বসন্তবরণ উৎসব। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও আয়োজন করে বসন্ত উৎসবের।
হেমন্তপ্রেমী জীবনানন্দ ফাল্গুনি জ্যোৎস্নার বাতাসের ডানা ঝাপটানো দেখে ভেবেছিলেন বুঝি মুক্তো। নজরুলের দুয়ারে এসে বসন্ত প্রভাত দাঁড়িয়েছিল ‘নমস্কার’ বলে। আর রবীন্দ্রনাথ লিখে গেছ্নে- বসন্ত যখন দুয়ারে, তখন ‘কোরো না বিড়ম্বিত তারে’।বণিকের প্রচারে কবিগুরুর সেই বাণীর প্রসার ঘটেছে নানা রূপে। অঙ্গে উঠেছে হলুদ বসন, মাথায় চড়েছে ফুলের মুকুটনিসর্গে ঋতুরাজের রঙিন শাসনের অভিষেকে ঢাকাবাসী তারুণ্য ছুটছে শাহবাগে; সেটাই এখন এ বাংলার সাংস্কৃতিক রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সোমবার সকালেই শুরু হয় বসন্ত বরণের আনুষ্ঠানিকতা। ২২ বছর ধরে এ আয়োজন করে আসা জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ সবাইকে ডেকেছে, ‘এসো মিলি প্রাণের উৎসবে’।শুরুতে সংগীত, তারপর দলীয় নৃত্য। আবৃত্তি, বসন্ত কথন, প্রীতিবন্ধনী বিনিময়, আবির খেলা আর দলীয় পরিবেশনায় ঋতুরাজকে বরণের আয়োজন তাদের। চারুকলার বকুলতলা থেকে পরে শোভাযাত্রাও ছিল।নৃত্যে, বাদ্যে, কাচ চোখ আর চোখা ঠোঁটের সেলফিতে চারদিকে বেশ উৎসব উৎসব। নবযৌবনের ঋতুকে কেমন দেখেছিলেন নজরুল? তিনি লিখে গেছেন- এল খুলমাখা তূণ নিয়ে খুনেরা ফাগুন।
টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে সকাল থেকেই বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় ফুলের হাসি। কবিগুরু কানে কানে বলে যান- হাসির আঘাতে তার, মৌন রহে না আর, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে।বকুলতলায় বিকেলে শুরু হবে বসন্তবরণ উৎসবের দ্বিতীয় পর্ব, চলবে রাত ৯টা পর্যন্ত। এছাড়া পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্রসরোবর আর উত্তরার ৩ নম্বর সেক্টরে রবীন্দ্র সরণির উন্মুক্ত মঞ্চেও রয়েছে বাসন্তি আয়োজন।
ফাগুনের প্রথম দিনে বসন্তের রঙ থাকবে বইমেলাতেও। ১৯৫২ সালে এমনই এক বসন্তের দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেক ভাষা শহীদের রক্তের বিনিময়ে বাঙালির রাষ্ট্রভাষার মর্যাদা আদায় হয়েছিল। তারই স্মরণে প্রতি বছর এই ফেব্রুয়ারিতেই বাংলা একাডেমিতে বসে বাঙালির মননশীলতার উৎসব- অমর একুশে গ্রন্থমেলা। বকুলতলায় ফাগুনের উৎসবের যে রং লেগেছিল, সে রং ছড়িয়ে পড়ল পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখান পুরো নগরে। যেদিকে চোখ যায়, সেদিকেই বাসন্তীরঙা শাড়িতে শোভিত তরুণী। তাদের পাশের পুরুষ সঙ্গীটির পরনে বসন্তের আবহ। সব মিলিয়ে নগরীতে যেন ‘ফাগুনের আগুন’ লেগেছে।
সকালে মতিয়ার রহমানের ধ্রুপদি যন্ত্রসংগীত পরিবেশনার মাধ্যমে বসন্ত উৎসবের শুরু হয়। তিনি রাগ ভৈরবী পরিবেশন করেন। যন্ত্রের বাদন শেষে শাস্ত্রীয় সংগীত উপস্থাপন করেন অসিত রায়। তিনি গেয়ে শোনান বসন্তভিত্তিক ধ্র“পদি রাগ। ঋতুরাজকে স্বাগত জানিয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গেয়ে শোনায় ‘আয়রে বসন্ত নবীন পাখা মেলে। এরপর উপস্থাপিত হয় সাঁওতালি নাচ। মাদলের তালে তালে নৃত্য পরিবেশন করেন চার সাঁওতাল তরুণ-তরুণী।
কোন গহিনে ফুটে চম্পা’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে ‘কাদা মাটি’। তামান্না রহমানের নির্দেশনায় ‘বসন্ত এসে গেছে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নৃত্যম। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ফাহিম হোসেন চৌধুরী গেয়ে শোনান ‘অলি বারবার ফিরে আসে যায়’। ‘আমার মল্লিকা বনে’ গেয়ে শোনান বুলবুল ইসলাম। জাগাও জাগাও গানের সুরে’ নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন। বসন্ত এল এল রে পরিবেশন করে গানের দল সুরসপ্তক। বসন্ত বর্ণন’ শীর্ষক মণিপুরি নাচ পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তাঁর দল ধৃতি নর্তনালয়।পরে একক গান পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস। নৃত্যনাট্য পরিবেশন করে পূজা সেনগুপ্ত। বসন্ত বাতাসে সই গো’ গানটি গেয়ে শোনান বুলবুল ললিতকলা একাডেমি। আহা আজি এ বসন্ত পরিবেশন করে নৃত্যাক্ষ। রাঙামাটি থেকে আসা অন্তর দেওয়ান ও তার দল আদিবাসী নৃত্য পরিবেশন করে।
চ্যানেল আই প্রাঙ্গণে বসন্তবরণ’: চ্যানেল আই প্রাঙ্গণে সকালে অনুষ্ঠিত হয়েছে বসন্তবরণ অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। এতে গান করেছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীরা। নাচ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা।সকালে ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল’ গানটির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ফাগুনের শুরু হতে শুকনো পাতা গেল ঝরে, ‘ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া’, আকাশ আমায় ভরলো আলোয়’ গানগুলো পরিবেশন করেছেন শিল্পীরা। এ সময় মঞ্চে আসেন অভিনেতা আফজাল হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মৌসুমি বড়ুয়া।আফজাল হোসেন বললেন, এ রকম সকাল আর বন্যা যদি গায়, তাহলে কে কথা শুনতে চায়! আসুন, আমরা বন্যার গান শুনি। আবার গানের মাঝে মাঝেই নানান প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তাঁরা। গান আর কথার মাঝে ছিল আবৃত্তি ও নাচ। আবৃত্তি পাঠ করেছেন হাসান আরিফ।চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় জমে ওঠে বসন্তবরণ উৎসব। ২. চ্যানেল আই প্রাঙ্গণে বসন্তবরণ’অনুষ্ঠানে গান করছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীরা।বিকেলে শিল্পকলা একাডেমিতে বসন্ত উৎসব: বসন্তবরণে শিল্পকলা একাডেমিতে বিকেলে শুরু হয় তিন দিনের বসন্ত উৎসব।