ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হলেন রুট

0
208

জো রুটকে ইংল্যান্ড দলের টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইয়র্কশায়ারের ব্যাটসম্যান রুট এতো দিন ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গেল সপ্তাহে টেস্ট অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান ইংল্যান্ডকে ৫৯ ম্যাচে নেতৃত্ব দেয়া এসেক্সের ওপেনার অ্যালিষ্টার কুক। তার জায়গায় বড় ফরম্যাটের দায়িত্ব পেলেন রুট।কুকের নেতৃত্বেই অভিষেক হয়েছিলো রুটের। বর্তমানে ইংল্যান্ড দলের সেরা ব্যাটসম্যান রুট। ইসিবির এক বিবৃতির মাধ্যমে রুট বলেন, ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব পাওয়া অনেক বড় সম্মানের। আমি গর্বিত ও উচছ¡সিত।রুটের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস।

এ পর্যন্ত ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী কুক অধিনায়কত্ব ছাড়লেও টেস্টে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি দলের দুই অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড খেলবেন বড় ফরম্যাটে। দলের কোচ হিসেবে থাকবেন ট্রেভর বেলিস ও সহকারী কোচ পল ফারব্রেচ।রুট বলেন, আমাদের দলটি অনেক বেশি সংগঠিত এবং আমি আসন্ন গ্রীষ্ম মৌসুমের অপেক্ষায় আছি। কুকের অর্জনগুলো আরও বাড়িয়ে নেবো এবং মেধা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। দলের সিনিয়ররা বড় অবদান রাখবে এবং আমাকে সবধরনের সহায়তা করবে। পাশাপাশি আমাকে উপদেশও দিবে।ইসিবির ডিরেক্টর এন্ড্রু স্ট্রাউস বলেন, আমাদের পরের অধিনায়ক হিসেবে রুটই সঠিক ব্যক্তি এবং আমি আশা করছি সে ভালোভাবেই তার দায়িত্ব পালন করবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here