আকাশ সংস্কৃতির প্রভাবে সাইবার ক্রাইম বাড়ছে : ডিএমপি কমিশনার

0
0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া বলেছেন, আকাশ সংস্কৃতির বিরূপ প্রভাবে তরুণ-তরুণীরা জঙ্গীবাদ, মাদক ও সাইবার ক্রাইমের মত সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে।তিনি বলেন, ক্রমবর্ধমান সামাজিক অবক্ষয়, পারিবারিক সম্পর্কের শিথিলতা, ধর্মীয় অনুশাসনের অবহেলাসহ নীতি-নৈতিকতার অভাব তরুণ-সমাজকে বিপথগামী করছে।

ডিএমপি কমিশনার সোমবার দুপুরে রাজধানীর মিন্টো-রোডস্থ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতার্কিকদের সাথে অনুষ্ঠিত এক সংলাপে প্রধান অতিথি’র বক্তৃতায় এসব কথা বলেন।অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এ সংলাপে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মিজানুর রহমান, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন) মো: মাসুদুর রহমান প্রমূখ।ডিএমপি কমিশনার বলেন, ফেসবুক বা অন্যান্য সোস্যাল মিডিয়ার মাধ্যমে সংঘটিত অপরাধের বিচার আইসিটি এ্যাক্টের মাধ্যমে করা হচ্ছে। পুলিশ ঢাকাসহ সারাদেশকে জন-বান্ধব করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে সাধারণ মানুষসহ তরুণ-সমাজকে সম্পৃক্ত করা ছাড়া কখনোই এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় ও মিথস্ক্রিয়া জরুরী।

আছাদুজ্জামান মিয়া বলেন, নানাবিধ সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও পুলিশ জনগণের বন্ধু হিসেবে সর্বদা মানুষের পাশে দাড়ানোর চেষ্টা চালিয়ে যা”েছ। ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিট পুলিশিং এবং উঠান বৈঠক চালু করেছে। ২৮৭টি বিট এবং উঠান বৈঠকের মাধ্যমে তারা জননিরাপত্তা বিধানে কাজ করছে।

ডিএমপি কমিশনার বলেন,বাসাভাড়া বা ভাড়াটিয়ার কোন তথ্য আগে ছিল না বলে অনেক অপরাধীরা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হতে পারতো। বর্তমানে ডিএমপি সিআইএমএস বা নাগরিক তথ্যব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে মনিটরিং-এর মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা সুদৃঢ় করছে।
তিনি বলেন, ইতোমধ্যেই ৬০ লাখ নগরবাসীর তথ্যসমৃদ্ধ ডেটাবেইস তৈরী করা হয়েছে যাদেরকে পর্যায়ক্রমে ইনডেক্স নাম্বার দেয়া হবে।তিনি আরো বলেন, বর্তমানে ট্রেডিশনাল অপরাধ সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। অপরাধ দমনে ডিএমপি প্রযুক্তির ব্যবহার করছে। অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করা হয়েছে যার মাধ্যমে খুব সহজেই অপরাধীদের সনাক্ত করা যাচ্ছে।জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কি না বিতার্কিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন ৬০০ পুলিশ কর্মকর্তার সমন্বয়ে কাউন্টার টেররিজম ইউনিট গঠন করা হয়েছে।

সংলাপে ইডেন মহিলা কলেজ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইবাইস ইউনিভার্সিটি ও সাউথইস্ট ইউনিভার্সিটি বিতার্কিকরা অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here