রবি’র ‘খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার’ হান্ট নিয়ে কথা বললেন মু. রাশেদ ইকবাল

0
414

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং টেলিকম গ্রুপ ‘রবি’র সৌজন্যে আগামী ১২ই ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখ থেকে ‘খোঁজ দ্য নাম্বার ১ স্পিনার’ (স্পিনার হান্ট) এর জেলাভিত্তিক বাছাই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভলাপমেন্টের গেম এডুকেশন এডমিনিস্ট্রেটর মো. রাশেদ ইকবালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই স্পিনার হান্ট কার্যক্রম ১২ই ফেব্রুয়ারি ২০১৭ ইং তারিখে শুরু হয়ে জেলাভিত্তিকভাবে হান্টিং কার্যক্রম চলবে আগামী বেশ কিছুদিন।

প্রথম পর্যায়ে বিসিবি নির্ধারিত জেলাভিত্তিক কোচেরা বোলার হান্ট করবেন। বাছাইকৃতদের নিয়ে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে হান্টিং কার্যক্রমে অংশ নেবেন বাছাইকৃত বিভাগীয় কোচবৃন্দ।

সবশেষে দেশজুড়ে বাছাইকৃত সেরা ৫০ স্পিনারকে নিয়ে বিসিবির অধীনে ন্যাশনাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে বিসিবির হাই পারফরমেন্স ইউনিট কাজ করবে বলেও জানান বিসিবির ঐ ঊর্ধ্বতন কর্মকর্তা।

এস. এম. মনিরুজ্জামান মিলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here